চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ঈদ পরবর্তী এক মুক্ত আড্ডায় মিলিত হয়েছেন। প্রাণবন্ত এ আয়োজনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জনাব মোল্লা ফারুক এহসান এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুস শহীদ নাসিম।
৩ এপ্রিল, বৃহস্পতিবার বিকাল ৪টায় আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ মতবিনিময় ও আলোচনা সভায় ছাত্র নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে মতামত বিনিময় করেন। বৈষম্যবিরোধী আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা, ছাত্র অধিকার এবং সামাজিক ন্যায়বিচার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
নেতৃবৃন্দ এই ধরনের মুক্ত আড্ডাকে শিক্ষার্থী ও তরুণদের মাঝে সচেতনতা বৃদ্ধির অন্যতম মাধ্যম হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।