চুয়াডাঙ্গার জনপ্রিয় ফেসবুক গ্রুপ প্রিয় শহর চুয়াডাঙ্গা ও মানবিক ফাউন্ডেশন-এর উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের সহায়তায় ব্যাপক কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।এ কর্মসূচির আওতায় বৃহস্পতিবার বিকেলে কুমারী বালক বালিকা বহুমুখী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা-সহ বিভিন্ন স্থানে এতিম ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। মাদ্রাসার পরিচালক মোঃ সোনা মিয়া ও শিক্ষক ক্বারী আশরাফুল ইসলামের উপস্থিতিতে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ প্রধান এডমিন মোঃ মামুন খান, উপদেষ্টা মোঃ আব্দুল্লাহ হক ও ডাঃ মোঃ সোহাগ রানা সবুজ, অর্থ সম্পাদক ও সিনিয়র এডমিন অমিত হাসান, মিডিয়া সম্পাদক আবদুল্লাহ, ব্লাড ডিপার্টমেন্টের জাহিদ সহ ওয়াসিম আকরামসহ অন্যান্য নেতৃবৃন্দ।এছাড়াও ছিন্নমূল অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণের জন্য চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ প্রাঙ্গণে প্রিয় শহর চুয়াডাঙ্গা ও মানবিক ফাউন্ডেশনের আয়োজনে আরও একটি অনুষ্ঠানে অতিথিরা সদস্যদের হাতে কম্বল তুলে দেন। সেখান থেকে প্রত্যন্ত অঞ্চলের গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণের কার্যক্রম শুরু হয়।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারী ডিপার্টমেন্টের মোছা:পিংকি খাতুন .মোছা: সুমাইয়া মাহমুদ। মিডিয়া সম্পাদক বোরহান। আব্দুল্লাহসহ মিম,, লাবণ্য, রিধিতা, আজমল, ফাতেমা, সাদিয়া, সিফাত, সাব্বির, জুবায়ের, এবং সুরাইয়া শিমু জুথী,জান্নাতুল তন্নিসহ মানবিক ফাউন্ডেশন স্বেচ্ছাসেবক বৃন্দ।
শীতকালীন সময়জুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। তাদের এই মহতী উদ্যোগ সবার প্রশংসা কুড়িয়েছে।