০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অভিযানে ৩৩ হাজার ২০০ ডলার জব্দ।

  • Update Time : ০২:৫৩:১০ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • ১৪৮ Time View

মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গা ৬ বি‌জি‌বি সদস্যরা পাশ্ববর্তী মেহেরপুর জেলার বু‌ড়ি‌পোতা সীমান্ত এলাকা থে‌কে ৩৩ হাজার ২০০ (৩৯ লাখ ৮৪ হাজার টাকা) ডলার জব্দ ক‌রে‌ছে। শনিবার (১১ ন‌ভেম্বর) সকাল সা‌ড়ে ১০টার দি‌কে চোরাচালান বি‌রোধী অভিযান চা‌লি‌য়ে এই ডলার জব্দ ক‌রে ।চুয়াডাঙ্গা ৬ বি‌জি‌বি অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) দুপুর ১২টার পর এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে সাংবাদিকদের জানান, ওই বি‌জি‌বি অধিনস্থ মেহেরপুর সদর থানার অন্তর্গত বুড়িপোতা সীমান্ত এলাকা দিয়ে ডলার পাচার করা হবে। গোপনসূ‌ত্রে এ সংবাদ পে‌য়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) -এর অধিনায়ক -এর সার্বিক দিক-নির্দেশনায় ও পরিকল্পনায় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো: হায়দার আলী এবং বুড়িপোতা বিওপি কমান্ডার হাবিলদার মো: মোতালেব হোসেন সঙ্গীয় টহল দল নিয়ে আজ শ‌নিবার সকা‌লে সীমান্ত পিলার ১১৬/৪-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িপোতা মাঠের মধ্যে টহল পরিচালনা করে।

টহল পরিচালনা করাকা‌লিন সকাল সা‌ড়ে ১০টার দি‌কে বুড়িপোতা মাঠের মধ্যে একজন ব্যক্তি ধানক্ষেতে পানি দেয়া অবস্থায় বিজিবি সশস্ত্র টহল দলকে দেখে দৌড়ে পালিয়ে যায়। তৎক্ষণাত টহল দল পানির পাম্প এলাকায় গমন করে পুরাতন কাপড় দ্বারা ঢাকা একটি কালো পলিথিনের ব্যাগ দেখতে পায়।

পরবর্তীতে টহল দল পলিথিনের ব্যাগটি তল্লাশি করে স্কচটেপ দ্বারা মোড়ানো ৪টি বান্ডিল হতে ৩৩ হাজার ২০০ (৩৯৮৪০০০ বাংলাদেশ টাকা) ডলার উদ্ধার করতে সক্ষম হয়।

এ বিষয়ে হাবিলদার মো: মোতালেব হোসেন মেহেরপুর সদর থানায় মামলা হয়েছে। উদ্ধার ডলারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
জনপ্রিয়

‘নো হেলমেট, নো ফুয়েল’নীতি কার্যকর করতে জেলার পেট্রোল পাম্প মালিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অভিযানে ৩৩ হাজার ২০০ ডলার জব্দ।

Update Time : ০২:৫৩:১০ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩

মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গা ৬ বি‌জি‌বি সদস্যরা পাশ্ববর্তী মেহেরপুর জেলার বু‌ড়ি‌পোতা সীমান্ত এলাকা থে‌কে ৩৩ হাজার ২০০ (৩৯ লাখ ৮৪ হাজার টাকা) ডলার জব্দ ক‌রে‌ছে। শনিবার (১১ ন‌ভেম্বর) সকাল সা‌ড়ে ১০টার দি‌কে চোরাচালান বি‌রোধী অভিযান চা‌লি‌য়ে এই ডলার জব্দ ক‌রে ।চুয়াডাঙ্গা ৬ বি‌জি‌বি অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) দুপুর ১২টার পর এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে সাংবাদিকদের জানান, ওই বি‌জি‌বি অধিনস্থ মেহেরপুর সদর থানার অন্তর্গত বুড়িপোতা সীমান্ত এলাকা দিয়ে ডলার পাচার করা হবে। গোপনসূ‌ত্রে এ সংবাদ পে‌য়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) -এর অধিনায়ক -এর সার্বিক দিক-নির্দেশনায় ও পরিকল্পনায় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো: হায়দার আলী এবং বুড়িপোতা বিওপি কমান্ডার হাবিলদার মো: মোতালেব হোসেন সঙ্গীয় টহল দল নিয়ে আজ শ‌নিবার সকা‌লে সীমান্ত পিলার ১১৬/৪-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িপোতা মাঠের মধ্যে টহল পরিচালনা করে।

টহল পরিচালনা করাকা‌লিন সকাল সা‌ড়ে ১০টার দি‌কে বুড়িপোতা মাঠের মধ্যে একজন ব্যক্তি ধানক্ষেতে পানি দেয়া অবস্থায় বিজিবি সশস্ত্র টহল দলকে দেখে দৌড়ে পালিয়ে যায়। তৎক্ষণাত টহল দল পানির পাম্প এলাকায় গমন করে পুরাতন কাপড় দ্বারা ঢাকা একটি কালো পলিথিনের ব্যাগ দেখতে পায়।

পরবর্তীতে টহল দল পলিথিনের ব্যাগটি তল্লাশি করে স্কচটেপ দ্বারা মোড়ানো ৪টি বান্ডিল হতে ৩৩ হাজার ২০০ (৩৯৮৪০০০ বাংলাদেশ টাকা) ডলার উদ্ধার করতে সক্ষম হয়।

এ বিষয়ে হাবিলদার মো: মোতালেব হোসেন মেহেরপুর সদর থানায় মামলা হয়েছে। উদ্ধার ডলারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।