ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর ৫টার দিকে উপজেলার কসবা-নয়নপুর আঞ্চলিক সড়কের কায়েমপুর ইউনিয়নের সুবিধাপুর এলাকায় রাস্তার পাশ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, সোবাবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কসবা-নয়নপুর আঞ্চলিক সড়কের কায়েমপুর ইউনিয়নের সুবিধাপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে রাস্তার পাশে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যান।
পরে আসামিদের ফেলে যাওয়া ৫টি পাটের বস্তা তল্লাশি করে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পলাতক আসামিদের আটকের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে