শিমুল রেজা:দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ-এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ৮ আগস্ট বেলা ১ টার দিকে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে, দর্শনা থানার এসআই ফাহিম হোসেন, এএসআই মারুফুল ইসলাম, এএসআই আশিকুর রহমান, এএসআই শফিকুল ইসলাম, এএসআই মামুনুর রহমান সহ- সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালিন দর্শনা থানাধীন মোবারক পাড়া সাকিনস্থ জনৈক মোঃ নজরুল ইসলাম মাষ্টারের বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী সোহাগ ঘটুকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। মাদক কারবারি সোহাগ দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন শান্তি পাড়া’র মো :আবুল খালেকের ছেলে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা তথ্যটি নিশ্চিত করে বলেন,“চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার স্যারের সার্বিক দিক নির্দেশনায় দর্শনা থানা পুলিশের একটি চৌকস দল মাদক বিরোধী বিশেষ অভিযান চলিয়ে ১০০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ-গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দাঁয়ের পূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার হয়”। উল্লেখ্য, অত্র মামলায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে, চোরাচালান, চুরি, চোরাইমাল হেফাজতে রাখা ও মারামারি ০৭(সাত) টি মামলা ইতিপূর্বে হয়েছে মর্মে রেকর্ডে আছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে”।