বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটির ১০১ সদস্যের কমিটি গঠিত হয়েছে। এ কমিটিতে আহ্বায়ক হিসেবে আসলাম হোসেন অর্ক, সদস্যসচিব সাফফাতুল ইসলাম এবং মুখ্য সংগঠক হিসেবে সজিবুল ইসলাম ও তামান্না খাতুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (৩ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল এই কমিটি অনুমোদন করেন।
চুয়াডাঙ্গা জেলা কমিটিতে ৮ জন যুগ্ম আহ্বায়ক, ৯ জন যুগ্ম সদস্যসচিব, ৫ জন সংগঠক, এবং ৭৫ জন সাধারণ সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে, রোববারই কুষ্টিয়া জেলা কমিটির ঘোষণা দেওয়া হয়। দেশব্যাপী সকল জেলা ও ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে সংগঠনের।