০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদার সাইদুরের বাড়িতে বিয়ের দাবিতে ১ সন্তানের জননীর অনশন

  • Update Time : ১১:৪৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • ১৯৪ Time View

 

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চাঁদপুর গ্রামের খালেকের ছেলে সাইদুরের বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান করছে ১ সন্তানের জননী নাজমিন নাহার ফুলতলি ।স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কুনিয়া গ্রামের নাজুর মেয়ে

নাজমিন নাহার ফুলতলি ও উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামে বিবাহ হয়।নাজমিন নাহার ফুলতলির স্বামী খুবই ভদ্র একটা ছেলে। তা সত্ত্বেও নাজমুন নাহার ফুলতুলির সাথে চাঁদপুর গ্রামের খালেকের বখাটে ছেলে সাইদুর প্রেমের সম্পর্ক গড়ে তোলে।মন দেওয়া নেওয়ার এক পর্যায়ে তারা অবৈধ সম্পর্কে জড়িয়ে শারিরিক মেলামেশায় লিপ্ত হতে থাকে পরিবারের লোকজনের অজান্তে।এক পর্যায়ে নাজমিন নাহার ফুলতলি

সাইদুরকে বিয়ের জন্য চাপ দিতে থাকলে সে বিষয়টি কৌশলে এড়িয়ে যেতে থাকে।শেষ মেষ নিরুপায় হয়ে নাজমুন নাহার ফুলতলির বৃহস্পতিবার সকালে বিয়ের দাবীতে সাইদুুরের বাড়িতে উঠে।ঘটনার খবর পেয়ে নাজমুন নাহার ফুলতলির বাবা অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে সে শয্যাশায়ী। ফুলতলীর মা জানান সাইদুর আমার মেয়ের সোনার সংসার নস্ট করে দিলো। তার ১ বছরের একটি বাচ্চা রয়েছে।সকলে বুঝিয়েও তাকে ফেরত আনতে পারলাম না।স্থানীয় অনেকে নাম না প্রকাশ করার শর্তে বলেন সাইদুর চুলের ব্যাবসা করে।তার খুব টাকার গরম।সে টাকার গরমে এলাকার বিভিন্ন মেয়েকে উত্যাক্ত করে বেড়াতো।আজ সে একটি সুন্দর সংসার নস্ট করে দিলো তার শাস্তি হওয়া দরকার।এ বিষয়ে জানতে সাইদুুরের

 বাড়ি গেলে সাংবাদিকদের উপস্থিতি আগে থেকে টের পেয়ে সে সটকে পড়ে।সাই দুরের বাবা জানান কি করবো।ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে।ইদ্দত পালন শেষে

তিনমাস পর তাদের বিয়ের ব্যাবস্থা করতে হবে।স্থানীয়রা জানান সাইদুর ও নাজমিন নাহার ফুলতুলি আজই বিয়ে করে সাইদুর যেখানে চুলের ব্যাবসা করে সেখানে চলে যাবে।তারা আরো জানান আমরা জানতে পেরেছি।তার পূর্বের স্বামীর কাছ থেকে ব্যাবসার নগদ ১ লক্ষ টাকা ও ৩ ভরি সোনার গহনা নিয়ে চলে এসেছে ফুলতলী।এ বিষয়ে জানতে ফুলতলীর সদাবরীর স্বামীর পরিবারের লোকজনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

Tag :
জনপ্রিয়

ভালো মানুষ  —- রফিকুল ইসলাম 

দামুড়হুদার সাইদুরের বাড়িতে বিয়ের দাবিতে ১ সন্তানের জননীর অনশন

Update Time : ১১:৪৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

 

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চাঁদপুর গ্রামের খালেকের ছেলে সাইদুরের বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান করছে ১ সন্তানের জননী নাজমিন নাহার ফুলতলি ।স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কুনিয়া গ্রামের নাজুর মেয়ে

নাজমিন নাহার ফুলতলি ও উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামে বিবাহ হয়।নাজমিন নাহার ফুলতলির স্বামী খুবই ভদ্র একটা ছেলে। তা সত্ত্বেও নাজমুন নাহার ফুলতুলির সাথে চাঁদপুর গ্রামের খালেকের বখাটে ছেলে সাইদুর প্রেমের সম্পর্ক গড়ে তোলে।মন দেওয়া নেওয়ার এক পর্যায়ে তারা অবৈধ সম্পর্কে জড়িয়ে শারিরিক মেলামেশায় লিপ্ত হতে থাকে পরিবারের লোকজনের অজান্তে।এক পর্যায়ে নাজমিন নাহার ফুলতলি

সাইদুরকে বিয়ের জন্য চাপ দিতে থাকলে সে বিষয়টি কৌশলে এড়িয়ে যেতে থাকে।শেষ মেষ নিরুপায় হয়ে নাজমুন নাহার ফুলতলির বৃহস্পতিবার সকালে বিয়ের দাবীতে সাইদুুরের বাড়িতে উঠে।ঘটনার খবর পেয়ে নাজমুন নাহার ফুলতলির বাবা অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে সে শয্যাশায়ী। ফুলতলীর মা জানান সাইদুর আমার মেয়ের সোনার সংসার নস্ট করে দিলো। তার ১ বছরের একটি বাচ্চা রয়েছে।সকলে বুঝিয়েও তাকে ফেরত আনতে পারলাম না।স্থানীয় অনেকে নাম না প্রকাশ করার শর্তে বলেন সাইদুর চুলের ব্যাবসা করে।তার খুব টাকার গরম।সে টাকার গরমে এলাকার বিভিন্ন মেয়েকে উত্যাক্ত করে বেড়াতো।আজ সে একটি সুন্দর সংসার নস্ট করে দিলো তার শাস্তি হওয়া দরকার।এ বিষয়ে জানতে সাইদুুরের

 বাড়ি গেলে সাংবাদিকদের উপস্থিতি আগে থেকে টের পেয়ে সে সটকে পড়ে।সাই দুরের বাবা জানান কি করবো।ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে।ইদ্দত পালন শেষে

তিনমাস পর তাদের বিয়ের ব্যাবস্থা করতে হবে।স্থানীয়রা জানান সাইদুর ও নাজমিন নাহার ফুলতুলি আজই বিয়ে করে সাইদুর যেখানে চুলের ব্যাবসা করে সেখানে চলে যাবে।তারা আরো জানান আমরা জানতে পেরেছি।তার পূর্বের স্বামীর কাছ থেকে ব্যাবসার নগদ ১ লক্ষ টাকা ও ৩ ভরি সোনার গহনা নিয়ে চলে এসেছে ফুলতলী।এ বিষয়ে জানতে ফুলতলীর সদাবরীর স্বামীর পরিবারের লোকজনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।