০৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কে রাজা ব্রিকসের সামনে  কাঁদা-পানিতে ডিম ভর্তি  আলমসাধু  উল্টে ক্ষয়ক্ষতি

  • Update Time : ০৮:৪০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • 69

হাফিজুর রহমান : চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কে রাজা ব্রিকসের সামনে  কাঁদা-পানিতে পিছলে  ডিম ভর্তি আলমসাধু উল্টে ক্ষয়ক্ষতি হয়েছে।  জানা গেছে রাস্তায় জমে থাকা ইটের ভাটার মাটি গত রাতে হালকা বৃষ্টিতে পরিণত হয়েছে কাঁদায়। আজ মঙ্গলবার  সকালে দামুড়হুদার  জয়রামপুর, কাঠালতলার ডিমের মালিক মোঃ এনামুর ডিম ভর্তি আলমসাধু যোগে যাওয়ার পথে  এই দূর্ঘটনার শিকার হয়, তক্ষুনিক  বেশ কিছু মানুষ ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে পোষ্ট করলে, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান এর চোখে পড়ে এবং অতিদ্রুত ঘটনাটি দেখার জন্য দামুড়হুদা উপজেলা সহকারী  কমিশনার ভূমি  সুদীপ্ত কুমার সিংহ কে পরিদর্শন করতে বলে। আজ সকাল সাড়ে ১০ টার সময় ঘটনাস্থলে যান দামুড়হুদা উপজেলা সহকারী  কমিশনার ভূমি  সুদীপ্ত কুমার সিংহ। 

এ সময় তিনি ইটভাটার মালিক কে ডেকে নিয়ে আসতে বলেন  এবং ক্ষতিগ্রস্থ ডিম ব্যবসায়ীকেও ডেকে নিয়ে আসতে বলেন। এদিকে রাস্তার উপরের  দু’পাশের সমস্ত মাটি কেটে ৬ জন শ্রমিক দিয়ে  রাস্তার পাশে ফেলা হয়।ব্রাকের অফিস থেকে রাজা ব্রিকসের অপর পাশ পর্যন্ত সকল রাস্তা সকাল- বিকাল ৬ জন শ্রমিক দিয়ে পরিস্কার রাখবে এই মর্মে মুচলেকা নেওয়া হয়।রাস্তার পাশে রাখা ইট আগামী ৭ দিনের মধ্যে সরিয়ে নিবে।  মাটি পরিবহনের সময় অবশ্যই পলিথিন /চটের বস্তা ব্যবহার করবে।এই সমস্ত কিছু রাজা ব্রিকসের মালিক ইকবাল মাহমুদ টিটো আগামী ৭ দিনের মধ্যে অবশ্যই নিশ্চিত করবেন। ডিম ভেঙে যাওয়ায় ক্ষতিপূরণ হিসেবে ৩৫০০০/ হাজার টাকা ডিমের মালিক মোঃ এনামুর,জয়রামপুর, কাঠালতলা- কে দেওয়া হয়। আর ডিমের গাড়ির চালক ও হেলপার কে ৫০০ করে মোট ১০০০/ টাকা দেওয়া হয়।এগুলো রাজা ব্রিকস থেকে নিয়ে দিয়ে দেওয়া হয়েছে। সদর ইউনিয়ন পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান মহোদয়, স্থানীয় জনসাধারণ, স্থানীয় সংবাদ কর্মী এসময় সহযোগিতা করেছেন।

Tag :
জনপ্রিয়

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের আটটি বগি লাইনচ্যুত: খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কে রাজা ব্রিকসের সামনে  কাঁদা-পানিতে ডিম ভর্তি  আলমসাধু  উল্টে ক্ষয়ক্ষতি

Update Time : ০৮:৪০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১

হাফিজুর রহমান : চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কে রাজা ব্রিকসের সামনে  কাঁদা-পানিতে পিছলে  ডিম ভর্তি আলমসাধু উল্টে ক্ষয়ক্ষতি হয়েছে।  জানা গেছে রাস্তায় জমে থাকা ইটের ভাটার মাটি গত রাতে হালকা বৃষ্টিতে পরিণত হয়েছে কাঁদায়। আজ মঙ্গলবার  সকালে দামুড়হুদার  জয়রামপুর, কাঠালতলার ডিমের মালিক মোঃ এনামুর ডিম ভর্তি আলমসাধু যোগে যাওয়ার পথে  এই দূর্ঘটনার শিকার হয়, তক্ষুনিক  বেশ কিছু মানুষ ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে পোষ্ট করলে, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান এর চোখে পড়ে এবং অতিদ্রুত ঘটনাটি দেখার জন্য দামুড়হুদা উপজেলা সহকারী  কমিশনার ভূমি  সুদীপ্ত কুমার সিংহ কে পরিদর্শন করতে বলে। আজ সকাল সাড়ে ১০ টার সময় ঘটনাস্থলে যান দামুড়হুদা উপজেলা সহকারী  কমিশনার ভূমি  সুদীপ্ত কুমার সিংহ। 

এ সময় তিনি ইটভাটার মালিক কে ডেকে নিয়ে আসতে বলেন  এবং ক্ষতিগ্রস্থ ডিম ব্যবসায়ীকেও ডেকে নিয়ে আসতে বলেন। এদিকে রাস্তার উপরের  দু’পাশের সমস্ত মাটি কেটে ৬ জন শ্রমিক দিয়ে  রাস্তার পাশে ফেলা হয়।ব্রাকের অফিস থেকে রাজা ব্রিকসের অপর পাশ পর্যন্ত সকল রাস্তা সকাল- বিকাল ৬ জন শ্রমিক দিয়ে পরিস্কার রাখবে এই মর্মে মুচলেকা নেওয়া হয়।রাস্তার পাশে রাখা ইট আগামী ৭ দিনের মধ্যে সরিয়ে নিবে।  মাটি পরিবহনের সময় অবশ্যই পলিথিন /চটের বস্তা ব্যবহার করবে।এই সমস্ত কিছু রাজা ব্রিকসের মালিক ইকবাল মাহমুদ টিটো আগামী ৭ দিনের মধ্যে অবশ্যই নিশ্চিত করবেন। ডিম ভেঙে যাওয়ায় ক্ষতিপূরণ হিসেবে ৩৫০০০/ হাজার টাকা ডিমের মালিক মোঃ এনামুর,জয়রামপুর, কাঠালতলা- কে দেওয়া হয়। আর ডিমের গাড়ির চালক ও হেলপার কে ৫০০ করে মোট ১০০০/ টাকা দেওয়া হয়।এগুলো রাজা ব্রিকস থেকে নিয়ে দিয়ে দেওয়া হয়েছে। সদর ইউনিয়ন পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান মহোদয়, স্থানীয় জনসাধারণ, স্থানীয় সংবাদ কর্মী এসময় সহযোগিতা করেছেন।