০২:৪২ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগরের  সুবলপুরে তুষারের গরু চুরি

  • Update Time : ০৮:৪১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • ১২৪ Time View

 

 

হাফিজুর রহমান :চুয়াডাঙ্গা জেলার জীবননগর পৌরসভার সুবলপুর গ্রামে মঙ্গলবার (২০ এপ্রিল) দিবাগত রাতে মৃত্য খাদেম মন্ডলের ছেলে মোঃ তুষার মন্ডলের বাড়িতে তার হালের গরু  চুরি করে নিয়ে গেঁছে। উল্লেখ্য যে,তুষার মন্ডল বলেন “এখন রোমজান মাস প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে তারাবী নামাজ পড়তে যায়, মসজিদে নামাজ পড়ে এসে গরুর গোয়াল ঘরে তালা দিয়ে ঘুমাতে যায়।

 

প্রকৃতির ডাকে সাড়া দেওয়ায় হঠাৎ ২,৩০ ঘটিকার সময় ঘুম ভেঙ্গে যায় আমি বাহিরে যায়,এবং কুকুর ডাকা ডাকির শব্দে গোয়াল ঘর দেখতে যায়, তারপরে দেখি আমার সবচেয়ে বড় গরুটি যার অানুমানিক মূল্যে ১২০০০০/( একলক্ষ বিষ হাজার) টাকা। কে বা কারা চুরি করে নিয়ে গেঁছে। আমার চিৎকারে বাড়ির সমস্ত লোক এবং আশে পাশের লোক ছুটে আসে, এ ব্যাপারে সুবলপুর গ্রামের নাঈম মন্ডল বলেন” লকডাউনের সাধারণ খেটে খাওয়া মানুষের কাজ না থাকায় চুরি সংঘটিত হচ্ছে বলে ধারনা করছে এলাকা বাসি। এ ব্যাপারে জীবননগর থানা অফিসার ইন চার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন” এ ব্যাপারে থানায় জিডি হয়েছে, তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে  ।

Tag :

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল গফুরের মৃত্যু হয়েছে

জীবননগরের  সুবলপুরে তুষারের গরু চুরি

Update Time : ০৮:৪১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১

 

 

হাফিজুর রহমান :চুয়াডাঙ্গা জেলার জীবননগর পৌরসভার সুবলপুর গ্রামে মঙ্গলবার (২০ এপ্রিল) দিবাগত রাতে মৃত্য খাদেম মন্ডলের ছেলে মোঃ তুষার মন্ডলের বাড়িতে তার হালের গরু  চুরি করে নিয়ে গেঁছে। উল্লেখ্য যে,তুষার মন্ডল বলেন “এখন রোমজান মাস প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে তারাবী নামাজ পড়তে যায়, মসজিদে নামাজ পড়ে এসে গরুর গোয়াল ঘরে তালা দিয়ে ঘুমাতে যায়।

 

প্রকৃতির ডাকে সাড়া দেওয়ায় হঠাৎ ২,৩০ ঘটিকার সময় ঘুম ভেঙ্গে যায় আমি বাহিরে যায়,এবং কুকুর ডাকা ডাকির শব্দে গোয়াল ঘর দেখতে যায়, তারপরে দেখি আমার সবচেয়ে বড় গরুটি যার অানুমানিক মূল্যে ১২০০০০/( একলক্ষ বিষ হাজার) টাকা। কে বা কারা চুরি করে নিয়ে গেঁছে। আমার চিৎকারে বাড়ির সমস্ত লোক এবং আশে পাশের লোক ছুটে আসে, এ ব্যাপারে সুবলপুর গ্রামের নাঈম মন্ডল বলেন” লকডাউনের সাধারণ খেটে খাওয়া মানুষের কাজ না থাকায় চুরি সংঘটিত হচ্ছে বলে ধারনা করছে এলাকা বাসি। এ ব্যাপারে জীবননগর থানা অফিসার ইন চার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন” এ ব্যাপারে থানায় জিডি হয়েছে, তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে  ।