প্রেস বিজ্ঞপ্তি
সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাবের অভিযানে ২৯ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
বুধবার(০২ ডিসেম্বর ২০২০ খ্রীঃ) বিকেল ০৪.৪৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নের সিরাজগঞ্জ রোড মোড় থেকে ১৫০ গজ উত্তরে আতিয়া আবাসিক হোটেলের সামনে বগুড়া টু ঢাকা হাইওয়ে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে TOYOTA মাইক্রোবাস(নং ঢাকা মেট্রো-চ-১১-০০৬২) গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে ২৯ কেজি গাঁজা সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া ও তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ও ০১ টি সীম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোŦ আতিক হাসান(২৩), পিতা-মৃত তমছের আলী, স্থায়ী ঠিকানা সাং-আমবাড়ী, থানা-রৌমারী, জেলা-কুড়িগ্রাম, বর্তমান ঠিকানা সাং- দবিরগঞ্জ,থানা- রংপুর কতোয়ালী,জেলা- রংপুর।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনীর ১৯(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।