মোঃ আব্দুল্লাহ হক: চুয়াডাঙ্গায় পরিবেশ সচেতনতা ও নগর পরিচ্ছন্নতা বৃদ্ধির লক্ষ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে “পরিচ্ছন্ন চুয়াডাঙ্গা-১” শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় শহরের ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন করা হয়েছে।সোমবার, ১১ আগস্ট বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে ডাস্টবিনগুলোর উদ্বোধন করা হয়। ডাস্টবিন স্থাপনের স্থানগুলো হলো— চুয়াডাঙ্গা পুলিশ বক্সের পাশে, সোনালী ব্যাংকের পাশে, একটি গার্লস স্কুলে, ফেরিঘাট রোডে, ভিজে স্কুলে এবং চুয়াডাঙ্গা থানার নতুন গেটে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিবিডি চুয়াডাঙ্গা জেলার সভাপতি মো. ফাহিম উদ্দীন মভিন, সাধারণ সম্পাদক সুমন সরদার, কোষাধ্যক্ষ মাহাবুব ইসলাম আকাশ, সাবেক সভাপতি মুশফিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য নাহিদ জাভেদ ,অনিক, শাহাদ, শাহরুখ এবং আরও অনেকে।ভিবিডি সভাপতি মো. ফাহিম উদ্দীন মভিন বলেন,“আমরা বিশ্বাস করি, পরিচ্ছন্ন শহর মানেই সুস্থ শহর। এ উদ্যোগের মাধ্যমে শুধু ডাস্টবিন স্থাপন নয়, বরং নাগরিকদের মধ্যে একটি সচেতনতা সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। তরুণদের সক্রিয় অংশগ্রহণই সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি।”ভিবিডির সাধারণ সম্পাদক সুমন সরদার বলেন,“পরিবেশ রক্ষায় শুধু সরকারের একার ভূমিকা যথেষ্ট নয়। আমাদের প্রত্যেককেই দায়িত্বশীল হতে হবে। আমরা চাই চুয়াডাঙ্গা একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য এবং পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে উঠুক।”সাবেক সভাপতি মুশফিকুর রহমান বলেন,“ভিবিডির যাত্রা সবসময়ই ছিল সমাজ উন্নয়নমুখী। এই ধরনের ছোট ছোট পদক্ষেপই একদিন বড় পরিবর্তনের পথ তৈরি করবে।”স্থানীয় জনগণও এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁরা জানান, শহরে ডাস্টবিনের অভাব দীর্ঘদিনের সমস্যা ছিল। এ উদ্যোগে শহরের পরিচ্ছন্নতা রক্ষায় অনেক সুবিধা হবে।
০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম : :
পরিবেশ রক্ষায় তরুণদের পদক্ষেপ: চুয়াডাঙ্গায় ভিবিডির উদ্যোগে ৬টি ডাস্টবিন স্থাপন
-
মোঃ আব্দুল্লাহ হক
- Update Time : ০৪:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- 99
জনপ্রিয়