চুয়াডাঙ্গায় টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রফিকুল ইসলাম রফিক (৫১ ) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন উভয় পক্ষের আরো অন্তত ১০জন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম রফিক চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস। তিনি জানান, টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে সংঘর্ষের মূল কারণ উদঘাটনে থানা পুলিশ ও ডিবি (গোয়েন্দা) টিম কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।