চুয়াডাঙ্গার কৃতি সন্তান মুক্তার হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছে। কমিটি ঘোষণা হওয়ার পর থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় সিক্ত মুক্তার হোসেন। মুক্তার হোসেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন জয়রামপুর গ্রামের সন্তান।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সই করা প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়।
বর্তমান শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন।
এ বিষয়ে মুক্তার হোসেন জানান, দেশ ও জাতির কল্যাণে বিবেক বোধ ও স্বচ্ছতার সাথে কাজ করব। অপরাজনীতিকে প্রশ্রয় দেবো না। সবার দোয়া ও ভালবাসা নিয়ে সব সময় জনগণের পাশে থাকবো। ৩১ দফা বাস্তবায়নে ও দেশ নায়ক জনাব তারেক রহমানের স্বপ্ন পূরণে কাজ করব।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘দীর্ঘ ১৭ বছর যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাথে যুক্ত ছিল কম বেশি করে সবাইকে কমিটিতে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ব্যাচ হতে ১৭তম ব্যাচ পর্যন্ত কমিটিতে পদ পেয়েছে। আমরা এই কমিটিকে নিয়ে একটি সুন্দর নিরাপদ এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলব।’
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বৃহত্তম ছাত্রসংগঠন। সংগঠনের কাজ সুন্দরভাবে পরিচালনার জন্য কমিটি পূর্ণাঙ্গ করা হলো। দীর্ঘদিন পরিশ্রমের ভিত্তিতে এ কমিটি গঠন হয়েছে। পরে আরও অনুষদ ভিত্তিক কমিটি গঠন করা হবে।’
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক ও সামসুল আরেফিনকে সদস্য সচিব করে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।