শেখ রাসেল দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, শেখ রাসেলের প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শামীম হাসান। এ সময় ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্যের উপর বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, জেলা শিক্ষা কর্মকর্তা আব্বাস আলী, সমাজসেবা কর্মকর্তা কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি প্রমুখ।
এর আগে, জেলা শহরের প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়