চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের ব্রীজ মোড়ে যানজটে জনদূর্ভোগ চরমে উঠেছে।জানা গেছে,কার্পাসডাঙ্গা ব্রীজ একটি ব্যাস্ততম সড়ক।এ সড়কটিকে দিয়ে গার্লস স্কুল,কলেজ,মাদ্রাসা পড়ুয়া ছেলে মেয়েরা যাতায়াত করে।সব সময় পথচারীদের চলাচলে মুখরিত থাকে মোড়টি।প্রধান সড়ক টির অর্ধেক রাস্তা জুড়ে একেবারে সড়কে উপর সারিবদ্ধ ভাবে সব সময় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে ১০/১৫ টি ইজিবাইক,যার কারনে রাস্তাটি একেবারে ছোট হয়ে পড়েছে।তার উপর আবার লেগুনা সহ মিনিট্রাক,ট্রাক,পাখিভ্যান এ সড়ক টির উপর দাড়িয়ে থাকার কারনে সব সময় যানজট লেগেই থাকে।যার ফলে প্রতিনিয়ত ঘটতে থাকে ছোট বড় সড়ক দূর্ঘটনা। আর যানজটের কারনে নাকাল অবস্থা হয় পথচারীদের।কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প ইতিপূর্বে কয়েকবার চেষ্টা করে যানজট নিরসনে রাস্তার উপর থেকে গাড়ি গুলো সরাতে।এক বা দুইদিন তারা মানলেও কয়েকদিন পর যা তাই হয়ে যায়।জনদূর্ভোগ কমাতে জনগনের দাবী একটা স্থায়ী সমাধান প্রয়োজন যানজট নিরসনে।রাস্তার উপর থেকে এসব যানবাহন না সরাতে পারলে যেকোন মূর্হুর্তে ঘটতে পারে বড় ধরনের প্রানহানীর মত সড়ক দূর্ঘটনা।বিষয়টির প্রতি সুনজর দিয়ে জনদূর্ভোগ থেকে জনগনকে
বাঁচাতে এসব গাড়ি চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে যথাযথ আইনগত ব্যাবস্থা নিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল।