১১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে আলমসাধুচালক হত্যায় ৩ জনের যাবজ্জীবন

  • Update Time : ১০:০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • 114

ঝিনাইদহ সদর উপজেলার বয়েড়াতলা গ্রামের আলমসাধুচালক আজাদ হোসেনকে হত্যার মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, যশোর কোতোয়ালি থানার বালিয়াডাঙ্গা গ্রামের নওশের আলী সরদারের ছেলে শুকুর আলী সরদার এবং ঝিনাইদহ সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের হাজের উদ্দিনের ছেলে টোকন মিয়া ও দোগাছী গ্রামের নান্নু বিশ্বাসের ছেলে তাহিদুর রহমান তাহিদ। তাদের মধ্যে শুকুর আলী পলাতক রয়েছেন।

নিহত ব্যক্তি সদর উপজেলার বয়েড়াতলা গ্রামের মকর আলী মণ্ডলের ছেলে আজাদ হোসেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ জুন রাতে আজাদ হোসেনের আলমসাধু ভাড়া নেয় আসামিরা। পরে তাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে পোড়াহাটি এলাকায় একটি ঝোপের মধ্যে ফেলে দিয়ে আলমসাধু নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার আটদিন পরে ৫ জুলাই আজাদের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে, নিহতের বাবা মকর আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ ২০১৪ সালের ১৫ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন বাদশা জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে হত্যা মামলায় টোকন, তাহিদ ও শুকুর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত

Tag :
জনপ্রিয়

মুন্সিগঞ্জ রেলস্টেশনে টাকা চুরি হওয়া জোছনা পাগলীর পাশে স্টুডেন্টস ওয়েলফেয়ার এন্ড সোসাইটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন

ঝিনাইদহে আলমসাধুচালক হত্যায় ৩ জনের যাবজ্জীবন

Update Time : ১০:০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩

ঝিনাইদহ সদর উপজেলার বয়েড়াতলা গ্রামের আলমসাধুচালক আজাদ হোসেনকে হত্যার মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, যশোর কোতোয়ালি থানার বালিয়াডাঙ্গা গ্রামের নওশের আলী সরদারের ছেলে শুকুর আলী সরদার এবং ঝিনাইদহ সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের হাজের উদ্দিনের ছেলে টোকন মিয়া ও দোগাছী গ্রামের নান্নু বিশ্বাসের ছেলে তাহিদুর রহমান তাহিদ। তাদের মধ্যে শুকুর আলী পলাতক রয়েছেন।

নিহত ব্যক্তি সদর উপজেলার বয়েড়াতলা গ্রামের মকর আলী মণ্ডলের ছেলে আজাদ হোসেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ জুন রাতে আজাদ হোসেনের আলমসাধু ভাড়া নেয় আসামিরা। পরে তাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে পোড়াহাটি এলাকায় একটি ঝোপের মধ্যে ফেলে দিয়ে আলমসাধু নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার আটদিন পরে ৫ জুলাই আজাদের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে, নিহতের বাবা মকর আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ ২০১৪ সালের ১৫ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন বাদশা জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে হত্যা মামলায় টোকন, তাহিদ ও শুকুর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত