০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় পাখিভ্যানের ধাক্কায় এক জন বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে 

 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ব্যাটারিচালিত একটি পাখিভ্যানের ধাক্কায় জিয়ারুল (৪৭) নামে বাইসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর-যশোর মহাসড়কের বাঁকা ব্রিকস ফিল্ড নামে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়ারুল একই উপজেলার মিনাজপুর গ্রামের মৃত জহির মণ্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে বাইসাইকেলযোগে বের হয়ে জীবননগর বাজারে যাচ্ছিলেন জিয়ারুল।

পথে বাঁকা ব্রিকস ফিল্ড নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি পাখিভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে জিয়ারুল সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবিদ হাসান জানান, নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

আলমডাঙ্গায় ইউনিয়ন পরিষদ সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় পাখিভ্যানের ধাক্কায় এক জন বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে 

Update Time : ০১:০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪

 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ব্যাটারিচালিত একটি পাখিভ্যানের ধাক্কায় জিয়ারুল (৪৭) নামে বাইসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর-যশোর মহাসড়কের বাঁকা ব্রিকস ফিল্ড নামে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়ারুল একই উপজেলার মিনাজপুর গ্রামের মৃত জহির মণ্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে বাইসাইকেলযোগে বের হয়ে জীবননগর বাজারে যাচ্ছিলেন জিয়ারুল।

পথে বাঁকা ব্রিকস ফিল্ড নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি পাখিভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে জিয়ারুল সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবিদ হাসান জানান, নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।