চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় মধুমালা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) দুপুর ১:৩০ মিনিটের দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সকাল আনুমানিক ০৭-৩০-মি: দিকে আলমডাঙ্গার মুন্সিগঞ্জের সোনাতনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মধুমালা আলমডাঙ্গার বারাদি ইউনিয়নের কাটাভাঙ্গা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাবুল মিয়া তার স্ত্রী মধুমালাকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে একটি ট্রাকে ওভারটেক করতে যান। পথে ঘটনাস্থলে ট্রাকের পেছনে বেধে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তার স্ত্রী।
এ সময় ট্রাকচাপায় গুরুতর আহত হন মধুমালা। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন।
পরে দুপুর আনুমানিক ১:৩০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জান্নাত উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেছেন।