গাংনী উপজেলা চিতলা গ্রামে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হতে আটক৷ হয়েছে দামুড়হুদা থানার দশমী গ্রামের ফজলে হোসেন(৪০) ও বাঘাডাংগা গ্রামের লিটন হোসেন (৩৫)।
ফজলে হোসেন দশমী গ্রামের লুতফুর রহমানের ছেলে ও লিটন হোসেন বাঘাডাংগা গ্রামের তেতুল মন্ডলের ছেলে।
শনিবার দুপুরে তাদের গাংনী উপজেলার পাকুড়িয়া গ্রাম থেকে আটক করা হয়। আটক কৃতদের গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, চিতলা গ্রামের আশরাফুল ইসলামের একটি খাশি ছাগল চুরি করে অটোরিকশায় নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে। চোরের দল পাকুড়িয়া গ্রামে পৌঁছালে ছাগলমালিক তার ছাগল চিনতে পেরে তাদের আটক করে। এসময় ৫ জন চোর চক্রের মধ্যে অটোরিকশা ফেলে তিনজন পালিয়ে যায়। ফজলে হোসেন ও দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে নতুন পাড়া গ্রামের লিটনকে ধরে গণধোলাইয়ের পর গাংনী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুৃমার নন্দী জানান, ছাগল চুরির অপরাধে দুজনকে গাংনী থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।