০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

জীবননগরে গরম পানি দিয়ে দু’শিশুকে হত্যা চেষ্টার অভিযোগে দোকানি গ্রেফতার

  • Update Time : ১১:১৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
  • 211

 

চুয়াডাঙ্গার জীবননগরে গরম পানি দিয়ে দু’শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে,ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার আন্দুলবাড়িয়া মিস্ত্রিপাড়ার চা দোকানি খায়রুল ইসলামের (২৩) সাথে একই গ্রামের কুতুব উদ্দিনের নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুতুব উদ্দিনের দু’শিশু কন্যা রাইসা আক্তার রুনা (৮) এবং রুবাইয়া আক্তার তাসমিম (৩) চায়ের দোকানে গেলে খায়রুল তাদের দিকে গরম পানি ছুড়ে মারে। এতে শিশু রুনা ও তাসমিমের শরীর ঝলসে যায়। পরে শিশুদের পিতামাতা উদ্ধার করে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

কুতুব উদ্দিন বলেন, আমার সাথে পূর্বশত্রুতার জেরে খায়রুল ইসলাম আমার শিশু কন্যা রুনা ও তাসমিমের শরীরে গরম ছুঁড়ে মারে।

আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মোক্তার বলেন, ঘটনাটি নির্মম ও দুঃখজনক। এমন ঘটনা মেনে নেয়ার মতো নয়। শিশুদের বিরুদ্ধে পৈশাচিক আচরণের বিচার হওয়া উচিৎ।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার দাস বলেন, ঘটনার ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। মামলায় চা দোকানি খায়রুল ইসলাম ও তার মা খোদেজাকে আসামি করা হয়েছে। ঘটনার পর পরই খায়রুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় ইউনিয়ন পরিষদ সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জীবননগরে গরম পানি দিয়ে দু’শিশুকে হত্যা চেষ্টার অভিযোগে দোকানি গ্রেফতার

Update Time : ১১:১৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩

 

চুয়াডাঙ্গার জীবননগরে গরম পানি দিয়ে দু’শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে,ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার আন্দুলবাড়িয়া মিস্ত্রিপাড়ার চা দোকানি খায়রুল ইসলামের (২৩) সাথে একই গ্রামের কুতুব উদ্দিনের নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুতুব উদ্দিনের দু’শিশু কন্যা রাইসা আক্তার রুনা (৮) এবং রুবাইয়া আক্তার তাসমিম (৩) চায়ের দোকানে গেলে খায়রুল তাদের দিকে গরম পানি ছুড়ে মারে। এতে শিশু রুনা ও তাসমিমের শরীর ঝলসে যায়। পরে শিশুদের পিতামাতা উদ্ধার করে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

কুতুব উদ্দিন বলেন, আমার সাথে পূর্বশত্রুতার জেরে খায়রুল ইসলাম আমার শিশু কন্যা রুনা ও তাসমিমের শরীরে গরম ছুঁড়ে মারে।

আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মোক্তার বলেন, ঘটনাটি নির্মম ও দুঃখজনক। এমন ঘটনা মেনে নেয়ার মতো নয়। শিশুদের বিরুদ্ধে পৈশাচিক আচরণের বিচার হওয়া উচিৎ।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার দাস বলেন, ঘটনার ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। মামলায় চা দোকানি খায়রুল ইসলাম ও তার মা খোদেজাকে আসামি করা হয়েছে। ঘটনার পর পরই খায়রুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে