শাপলা ডেস্ক: চিঠির ভাষা ও লেখা হুবহু প্রকাশ করা হলো । ডিসি স্যার এবং এস পি স্যার এর দৃষ্টি আকর্ষণ। স্থান দৌলৎদিয়াড় মাথাভাংগা ব্রীজ সংলগ্ন চুয়াডাংগা। অনেক বছর থেকে এই লাঠিয়াল বাহিনী রাস্তার উপর দাঁড়িয়ে থেকে অটো নসিমন করিমন নিয়ন্ত্রণ করে। অটো,নছিমন, করিমন অবৈধ চললে প্রশাসন দিয়ে বন্ধ করুন। আইন না মানলে এদের জেলে ভরেন কিন্তূ এই ডাকাত রা রাস্তায় লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, খুব ভয় লাগে বাজে ভাষা ব্যাবহার করে, পরিবার নিয়ে চলতে গেলে খুব বিব্রত হতে হয়।গাড়ি তে থাকা বাচ্চারা এবং মায়েরা খুব ভয় পায়। আইনের লোকজন ছাড়া এভাবে কেউ রাস্তার উপর নিজেই আইন তৈরি করে লাঠি হাতে নিজেই দাঁড়িয়ে থেকে আইন মানানোর জন্য বাধ্য করাতে পারে কিনা? বিনীত অনুরোধ স্যার আপনারা বিষয়টি ভেবে দেখবেন এবং আমাদের একটা সমাধান দিবেন।(বিঃ দ্রঃ আমি এই লেখাটা ডিসি স্যার এবং এবং এস পি স্যার পেজে ট্যাগ করতে পারছি না কেউ পারলে স্যারদের পেজে ট্যাগ করেন) আমার ফেসবুক সদস্যদের মধ্যে অনেক বড় বড় সাংবাদিক ভাই আছেন দয়া করে যদি আপনাদের পত্রিকায় লিখতেন খুব উপকার হত আমাদের।