রিপোর্টঃ খালিদ হাসান ও সাজিদ হাসানঃ চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা ও আট কবর থেকে ৩৪ জন পবিত্র হজ্ব পালনের উদ্দেশে মঙ্গলবার যাত্রা শুরু করেছে। চুয়াডাঙ্গা থেকে ঢাকা মুখি ছেড়ে আশা রয়েল পরিবহনে ঢাকায় রওয়ানা দেন আত্ তাকওয়া টুরস্ এন্ড ট্রাভেল্স কাফেলা। যার হজ্ব কাফেলা নং নির্ধারিত ১৪০০। মুয়াল্লিম হা.মাও.মোঃ আলিমুদ্দিনের পরিচালনাই এই কাফেলা এখন থেকে বাড়ি ফিরে আশা পর্যন্ত আল্লাহর খুশির জন্য সকল নিয়ম কানুন মেনে কাজ করবে। মুয়াল্লিম আলিমুদ্দিনের দীর্ঘ ১০ বছর ধরে সুনামের সাথে কাজ করে আসছে বলেও জানান এলাকা বাসি। আগামী কাল সকাল ১১: ৩০ মিনিটে হজ্ব যাত্রীরা জেদ্দার এয়ারপর্টে পৌছাবেন বলে আশা করছে। মুয়াল্লিম দেশের সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে তারা হজ্বের কাজ সঠিক ভাবে সম্পন্ন করতে পারে ও সুস্থতার সাথে সকলে দেশে ফিরে আসতে পারে। হজ্ব যাত্রিদের জন্য সার্বিক সহযোগীতা ও দোয়া পরিবেশন করেন মুফতি বনি ইয়ামিন।
০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম : :