হাফিজুর রহমান : দামুড়হুদা উপজেলা প্রশাসন কতৃক আজ লকডাউনের ৩য় দিনে পবিত্র রমজান উপলক্ষে দামুড়হুদার ডুগডুগি বাজার তদারকি ও লকডাউনে স্বাস্থ্যবিধি প্রতিপালন যাচাই করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। আজ শুক্রবার বিকেলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান এর নেতৃত্ব দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের ডুগডুগি বাজার তদারকি ও লকডাউনে স্বাস্থ্যবিধি প্রতিপালন যাচাই কালে তিনি সকলকে মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে চলাচল করতে অনুরোধ করা করেন। অভিযানে সহযোগিতায় ছিলেন পেশকার জিহন আলী, দামুড়হুদা মডেল থানার পুলিশ সদস্য।