মেহেদী হাসান মিলন:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে বোমা বানাতে গিয়ে তা বিস্ফোড়িত হয়ে ঘটনার সাথে জড়িত ধান্যঘরা গ্রামের বাক্কা ডাকাতের ছেলে আ:হাকিম(৩৫) গুরুত্বর আহত সহ তার ঘরের চাল উড়ে গেছে বলে জানা গেছে।এ ঘটনায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।জানা গেছে গতকাল সোমবার সকাল আনুমানিক ৯ টার দিকে কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের মিস্ত্রিপাড়ার বাক্কা ডাকাতের ছেলে আ:হাকিমের বাড়িতে বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়।এতে করে আশে পাশের মানুষজন ভীতসন্ত্রস্ত্র হয়ে উঠে।আ:হাকিম বোমার আঘাতে মারাত্বক জখম হয়। তার ঘরের চাল উড়ে যায় শক্তিশালী বোমার আঘাতে।আ:হাকিম গুরুত্বর আহত হয় বোমার আঘাতে তার ঘরের মেঝে রক্তাক্ত হয়ে যায়। আ:হাকিমকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়া হয়েছে বলে জানা গেছে।অনেকে ধারনা করে বলেন হয়তো আ:হাকিম বোমা বানাতে গিয়েই তা বিস্ফোরিত হয়ে নিজেই গুরুত্বর আহত হয়েছে।এ ঘটনায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার,সার্কেল এসপি(দামুড়হুদা,জীবননগর)আবু রাসেল,দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস,সেকেন্ড অফিসার এস আই রাজীব,এস আই সামসুল হক,কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সাইফুল ইসলাম।চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম জানান ঘটনা পরিদর্শন করে প্রাথমিক অবস্থায় মনে হয়েছে এটা একটি এক্সক্লুসিভ ঘটনা।এখান থেকে আলামত জব্দ করা হয়েছে।আলামত পরীক্ষা নিরীক্ষা শেষে ও গভীর তদন্ত করে তারপর নিশ্চিত হওয়া যাবে এটা বোমার বিস্ফোরন কিনা।এ ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে যোগ করেন তিনি ।আ:হাকিমের নামে একটি মারামারির মামলা আছে বলেও জানান তিনি।
০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম : :
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ধান্যঘরায় বোমা বানাতে গিয়ে বিপত্তি: বিস্ফোরনে অভিযুক্ত আ:হাকিম গুরুত্বর আহত
Tag :
জনপ্রিয়