০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

হজ–কাজ তত্ত্বাবধানে সৌদি যাচ্ছেন সিইসি

  • Update Time : ০৪:৫৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯
  • 286


হজ ব্যবস্থাপনার কাজ সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনা দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাসহ সৌদি আরব যাচ্ছে ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আগামী ৪ আগস্ট এই হজ প্রতিনিধি দলটির ঢাকা ছাড়ার কথা রয়েছে। সর্বোচ্চ ১৫ দিন এই দলটি সৌদি আরবে অবস্থান করবে।

এই দলের নেতৃত্বে থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। অন্যদের মধ্যে এই দলে আছেন— বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রুহুল আমীন মাদানী, সংসদীয় কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ও রত্না আহমেদ, ধর্মসচিব মো. আনিছুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক–৩ মো. আজিজুর রহমান।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতিনিধিদলের সদস্যরা প্রত্যেকে ভ্রমণসঙ্গী হিসেবে স্বামী/স্ত্রী ও সন্তানসহ সর্বোচ্চ তিনজনকে সঙ্গে নিতে পারবেন। সফরসঙ্গীদের বিমানের টিকিট নিজ উদ্যোগে গ্রহণ করতে হবে এবং মক্কা ও মদিনার আবাসন, যাতায়াত, মিনা–আরাফাহর তাঁবু ভাড়ার ব্যয় বাবদ জনপ্রতি এক লাখ টাকা যাত্রার আগে পরিশোধ করতে হবে।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় ইউনিয়ন পরিষদ সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

হজ–কাজ তত্ত্বাবধানে সৌদি যাচ্ছেন সিইসি

Update Time : ০৪:৫৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯


হজ ব্যবস্থাপনার কাজ সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনা দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাসহ সৌদি আরব যাচ্ছে ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আগামী ৪ আগস্ট এই হজ প্রতিনিধি দলটির ঢাকা ছাড়ার কথা রয়েছে। সর্বোচ্চ ১৫ দিন এই দলটি সৌদি আরবে অবস্থান করবে।

এই দলের নেতৃত্বে থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। অন্যদের মধ্যে এই দলে আছেন— বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রুহুল আমীন মাদানী, সংসদীয় কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ও রত্না আহমেদ, ধর্মসচিব মো. আনিছুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক–৩ মো. আজিজুর রহমান।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতিনিধিদলের সদস্যরা প্রত্যেকে ভ্রমণসঙ্গী হিসেবে স্বামী/স্ত্রী ও সন্তানসহ সর্বোচ্চ তিনজনকে সঙ্গে নিতে পারবেন। সফরসঙ্গীদের বিমানের টিকিট নিজ উদ্যোগে গ্রহণ করতে হবে এবং মক্কা ও মদিনার আবাসন, যাতায়াত, মিনা–আরাফাহর তাঁবু ভাড়ার ব্যয় বাবদ জনপ্রতি এক লাখ টাকা যাত্রার আগে পরিশোধ করতে হবে।