০৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

টাংগাইলে জেলেদের জালে ঘড়িয়ালা

  • Update Time : ০৯:৪৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
  • ৩০ Time View

টাংগাইলে জেলেদের জালে ঘড়িয়ালা

সোলায়মান,নাগরপুর (টাংগাইল)থানা প্রতিনিধি

টাঙ্গাইলে যমুনা নদীতে মাছ ধর‌তে গি‌য়ে জেলেদের জালে বিলুপ্ত প্রায় একটি ঘ‌ড়িয়াল ধরা পড়েছে। এটি লম্বায় চার ফুটের বেশি। তবে স্থানীয়রা এটিকে কু‌মির বলে ধারণা করছে।
সদর উপজেলার হুগড়া ইউনিয়নের নরসিংহপুর এলাকার যমুনা নদী‌তে এই ঘ‌ড়িয়ালটি ধরা প‌ড়ে।

ঘড়িয়াল হলো বিরল প্রজাতির মিঠাজলের কুমির বর্গের সরীসৃপ। এরা লম্বা তুণ্ড-যুক্ত জলচর। এক সময় ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, মিয়ানমার আর ভুটানে দেখা যেতো এদের। কিন্তু কা‌লের বির্বত‌নে এই প্রাণী‌টি বিলুপ্ত প্রায়।

হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা জানান, যমুনা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়া চার ফিটের মতো লম্বা ঘড়িয়াল‌টি দেখতে বিভিন্ন এলাকার লোকজন ভিড় করছে।

সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, বিষয়টি অবগত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে প্রাণী‌টি‌কে যমুনা নদী‌তে অবমুক্ত করতে বলা হয়।

Tag :

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার

টাংগাইলে জেলেদের জালে ঘড়িয়ালা

Update Time : ০৯:৪৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০

টাংগাইলে জেলেদের জালে ঘড়িয়ালা

সোলায়মান,নাগরপুর (টাংগাইল)থানা প্রতিনিধি

টাঙ্গাইলে যমুনা নদীতে মাছ ধর‌তে গি‌য়ে জেলেদের জালে বিলুপ্ত প্রায় একটি ঘ‌ড়িয়াল ধরা পড়েছে। এটি লম্বায় চার ফুটের বেশি। তবে স্থানীয়রা এটিকে কু‌মির বলে ধারণা করছে।
সদর উপজেলার হুগড়া ইউনিয়নের নরসিংহপুর এলাকার যমুনা নদী‌তে এই ঘ‌ড়িয়ালটি ধরা প‌ড়ে।

ঘড়িয়াল হলো বিরল প্রজাতির মিঠাজলের কুমির বর্গের সরীসৃপ। এরা লম্বা তুণ্ড-যুক্ত জলচর। এক সময় ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, মিয়ানমার আর ভুটানে দেখা যেতো এদের। কিন্তু কা‌লের বির্বত‌নে এই প্রাণী‌টি বিলুপ্ত প্রায়।

হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা জানান, যমুনা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়া চার ফিটের মতো লম্বা ঘড়িয়াল‌টি দেখতে বিভিন্ন এলাকার লোকজন ভিড় করছে।

সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, বিষয়টি অবগত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে প্রাণী‌টি‌কে যমুনা নদী‌তে অবমুক্ত করতে বলা হয়।