
খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে চুয়াডাঙ্গা জেলা খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল ও শ্রেষ্ঠ থানা তিন ক্যাটাগরিতেই রেঞ্জ সেরার কৃতিত্ব অর্জন করেছে। শনিবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় খুলনা রেঞ্জের ডিআইজি মো. মঈনুল হকের সভাপতিত্বে মার্চের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মার্চ ২৩ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকা- পর্যালোচনায় রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে চুয়াডাঙ্গা এবং জানুয়ারি ২৩ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে চুয়াডাঙ্গা সদর সার্কেল ও শ্রেষ্ঠ থানা হিসেবে চুয়াডাঙ্গা সদর থানাকে পুরস্কৃত করা হয়েছে।

এ সময় খুলনা রেঞ্জের রেঞ্জ ডিআইজি মো. মঈনুল হকের হাত থেকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্ আল-মামুন পুরস্কার এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিসুজ্জামান শ্রেষ্ঠ সার্কেলের ও চুয়াডাঙ্গা থানার ওসি মাহাব্বুর রহমান কাজল শ্রেষ্ঠ থানার পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল, খুলনা আরআরএফের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), মো. নওরোজ হাসান তালুকদার, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) আতিকুর রহমান মিয়াসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপার ও খুলনা রেঞ্জের অধীন ইন-সার্ভিস টেনিং সেন্টারের কমান্ড্যান্টরা (পুলিশ সুপার


















