আলমডাঙ্গায় শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মহফিল
আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমানের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল তিনটার দিকে উপজেলা চত্বরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট অহিদুজ্জামান বুলা। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর বি এন পির সাবেক সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, চুয়াডাঙ্গা সদর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিমে ও জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বোরহানউদ্দিন, বিএনপি নেতা মাহমুদুল কাউনাইন, সাবেক পৌর কাউন্সিলর বিএনপি নেতা নাসির উদ্দিন, বিএনপি নেতা আব্দুল ওহাব মাস্টার, রেজাউল করিম, জেলা যুবদলের সহ-সভাপতি মাগরিবুর ইসলাম মাগরিব, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফারুকুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম ডালিম, উপজেলা ছাত্রদলের সামিমুল হাসান ডালিম, যুবদলের নেতা রোহিত হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা তৌফিকুর রহমান, মনিরুল ইসলাম জাহিদ প্রমুখ। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার
আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব মীর মহিউদ্দিন, বিএনপি নেতা মরহুম বিলাল উদ্দিন,মরহুম আমিনুল ইসলাম মিয়া, মরহুম আব্দুল জব্বার, মরহুম ইসরাফ হোসেন, মরহুম আবুল কাশেম, মরহুম আব্দুল হাই বল্টু, মরহুম নূর মোহাম্মদ, মরহুম প্রফেসর ফজলুল হক মোল্লা, সাবেক পৌর কাউন্সিলর মরহুম হাসিবুল হক স্মরণে দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ আব্দুল মোত্তালিব। দোয়া মাহফিল শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া মহফিলে উপজেলার পৌরসভাসহ ১৫টি ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।