চুয়াডাঙ্গায় বিশ্ব ব্যাঙ সংরক্ষন দিবস পালিত হয়েছে সোমবার ২৮ এ এপ্রিল ১১ টার সময় তিতুদহ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এর উপকারিতা ও সংরক্ষন এবং প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে প্রতি বছরের ন্যায় এই বছরে দিবসটি দেশের বিভিন্ন স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন পালন করে।
চুয়াডাঙ্গার স্বনামধন্য পরিবেশবাদী সংগঠন মানবতার জন্য দিবসটি পালন করে। অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মো: আশাবুল হক। আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক মো:মজনুল হক, সিনিয়র শিক্ষক মোছা: তাসলিমা এবং সিনিয়র শিক্ষক মো:শাহজাহান আলী। শিক্ষার্থীদের পরিবেশে ব্যাঙ এর অবদান, সংরক্ষন, পাচার রোধ, মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার সীমিতকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে ব্যাঙ এর ওপর লিখিত কুইজ প্রতিযোগিতা করা হয়। প্রতিযোগিতায় উত্তীর্ণ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সর্বশেষ সকল শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রণে র্যালী করা হয়।
সংগঠনের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ এর প্রাণিবিদ্যার প্রভাষক মো: আহসান হাবিব শিপলু বলেন ব্যাঙ আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে, আমাদের কৃষকের প্রাকৃতিক কীটনাশক, মশা বাহিত রোগের প্রকোপ কমাতে সাহায্য করে থাকে। অতিমাত্রায় কীটনাশক, জলাধার নষ্ট, কল কারখানার জন্য পানি দূষন দিন দিন এই প্রাণীটিকে নিশ্চিহ্ন করছে। তাই আমাদের এই প্রাণি টি কে সংরক্ষন করতে হবে। সংগঠনের সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা শাহিন সরকার বলেন, আমরা চাই শিশু কিশোরদের কোমল মনে ব্যাঙ সম্পর্কে সঠিক ধারনা প্রদান করা যা তাদের আজীবন মনে ধারন করবে। ব্যাঙ আমাদের সামাজিক বন্ধু তার উপলব্ধি করে তার সংরক্ষনে এগিয়ে আসবে।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের আব্দুল মান্নান, লাবু রহমান, সুলতান সরকার প্রমুখ।