ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের (ডিস্ট্রিবিউটর পার্টনারস টুগেদার) প্রোগ্রাম পরিণত হয়েছিল ব্যবসায়িক সম্পর্ককে আরও দৃঢ় ও গতিশীল করার এক অনন্য মঞ্চে। গতকাল ১৬ জানুয়ারি বৃহস্পতিবার ওয়ালটনের প্রধান কার্যালয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে এ অনুষ্ঠান হয়ে ওঠে এক মিলনমেলা। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড সোলার টেকনোলজির সম্মানিত পরিচালক জনাব মুফতি বনি ইয়ামিন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল অক্সফোর্ড সোলার টেকনোলজির প্রতি বিশেষ স্বীকৃতি। প্রতিষ্ঠানটি তাদের অসামান্য পারফরম্যান্সের জন্য সম্মানসূচক ক্রেস্ট এবং উপহার লাভ করে, যা তাদের ব্যবসায়িক যাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।
এ সময় অক্সফোর্ড সোলার টেকনোলজি পরিবারের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ওয়ালটনের এরিয়া ম্যানেজার জনাব শফিকুল ইসলাম এবং ব্যাটারি ডিপার্টমেন্টের প্রধান জনাব বাবুর আলীর প্রতি। উল্লেখযোগ্যভাবে, বাবুর আলী মহোদয় তার আন্তরিকতায় জনাব মুফতি বনি ইয়ামিনকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেন। দীর্ঘ এই সফরে ব্যবসায়িক আলোচনা, পারিবারিক খোঁজখবর এবং আন্তরিক আলাপচারিতায় মুহূর্তগুলো হয়ে ওঠে স্মরণীয়।
ওয়ালটন ও অক্সফোর্ড সোলার টেকনোলজির এই যৌথ যাত্রা ব্যবসায়িক সমন্বয় ও সাফল্যের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে কাজ করবে। এ ধরনের উদ্যোগ শুধুমাত্র ব্যবসায়িক প্রসারের পথ সুগম করে না, বরং পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার নতুন অধ্যায় রচনা করে।