১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বিদায় দেন, ম্যাডাম গো” গানটি ভাইরাল

  • Update Time : ০৬:১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • 280

মানিকগঞ্জের কোন এক গ্রামের “বিদায় দেন, বিদায় দেন, ম্যাডাম গো” গানটা শুনলাম।

 

প্রথম কথা, মেয়েটার কন্ঠ এতো সুন্দর।

 

আর দ্বিতীয় কথা হলো, একেবারে পিউর ইমোশন এবং বাংলাদেশী কালচারের সংমিশ্রন।

 

এখন যেখানে, একেবারে মফস্বলের স্কুল কলেজ পর্যন্ত হিন্দি গান আর ওয়েস্টার্ন কালচার উপচায়ে পড়ে, শো অফ আর সোশ্যাল মিডিয়া নির্ভর এই ফেইক ফেয়ারওয়েল না করে, একেবারে নিজের মন থেকে একটা খাঁটি দেশী গান করা আর ছলছল চোখে কন্ঠে মায়া মেখে গানটা গাওয়া কি কম বড় ব্যাপার?

 

সমস্যা হলো, ওয়েস্টার্ন কালচার দেখতে দেখতে আমরা এতোটাই শো-অফ সর্বস্ব হইয়া গেসি যে নিজেদের কালচার ওউন করতে আমাদের এখন লজ্জা লাগে, নিজেদের কালচার এপ্রিশিয়েটের বদলে আমরা বরং ট্রল করতেই বেশি পছন্দ করি।

 

লিরিক্সটা হয়তো টপনচ ছিলো না, টানটা হয়তো নিখুঁত হয় নাই, আয়োজনও হয়তো আহামরি ছিলো না, বাট শিক্ষকদের প্রতি ওদের যে ট্রু আবেগটা ছিলো, আপনারা নামকরা ইউনিভার্সিটির স্টুডেন্টরা দুনিয়ার সব ব্যান্ড পার্টি এক করেও এমন একটা মোমেন্ট ক্রিয়েট করতে পারবেন?

 

-সাদিক খান

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় ইউনিয়ন পরিষদ সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিদায় দেন, ম্যাডাম গো” গানটি ভাইরাল

Update Time : ০৬:১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

মানিকগঞ্জের কোন এক গ্রামের “বিদায় দেন, বিদায় দেন, ম্যাডাম গো” গানটা শুনলাম।

 

প্রথম কথা, মেয়েটার কন্ঠ এতো সুন্দর।

 

আর দ্বিতীয় কথা হলো, একেবারে পিউর ইমোশন এবং বাংলাদেশী কালচারের সংমিশ্রন।

 

এখন যেখানে, একেবারে মফস্বলের স্কুল কলেজ পর্যন্ত হিন্দি গান আর ওয়েস্টার্ন কালচার উপচায়ে পড়ে, শো অফ আর সোশ্যাল মিডিয়া নির্ভর এই ফেইক ফেয়ারওয়েল না করে, একেবারে নিজের মন থেকে একটা খাঁটি দেশী গান করা আর ছলছল চোখে কন্ঠে মায়া মেখে গানটা গাওয়া কি কম বড় ব্যাপার?

 

সমস্যা হলো, ওয়েস্টার্ন কালচার দেখতে দেখতে আমরা এতোটাই শো-অফ সর্বস্ব হইয়া গেসি যে নিজেদের কালচার ওউন করতে আমাদের এখন লজ্জা লাগে, নিজেদের কালচার এপ্রিশিয়েটের বদলে আমরা বরং ট্রল করতেই বেশি পছন্দ করি।

 

লিরিক্সটা হয়তো টপনচ ছিলো না, টানটা হয়তো নিখুঁত হয় নাই, আয়োজনও হয়তো আহামরি ছিলো না, বাট শিক্ষকদের প্রতি ওদের যে ট্রু আবেগটা ছিলো, আপনারা নামকরা ইউনিভার্সিটির স্টুডেন্টরা দুনিয়ার সব ব্যান্ড পার্টি এক করেও এমন একটা মোমেন্ট ক্রিয়েট করতে পারবেন?

 

-সাদিক খান