হাফিজুর রহমান :শনিবার (১৭) এপ্রিল বিকাল ৩ টায় কুষ্টিয়া-খোকসা থানাধীন রতনপুর গ্রামস্থ জনৈক মোঃ কারশেদ আলীর বাড়ীর সামনে পাকা রাস্তা এলাকা থেকে ৫০০ পিছ ইয়াবা সহ তিন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়ার সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় এসআই মোঃ হুসাইন মুহম্মদ ইমদাদুল হক সংগীয় অফিসার ও ফোর্সসহ খোকসা থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ১৭/০৪/২০২১ খ্রিঃ তারিখ ১৫:০০ ঘটিকার সময় বাসস্ট্যান্ডে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, কুষ্টিয়া খোকসা থানাধীন রতনপুর গ্রামস্থ জনৈক মোঃ কারশেদ আলী, পিতা- মৃত হোসেন আলীর বাড়ীর সামনে দক্ষিন দিকে পাকা রাস্তার উপর কয়েক জন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই মোঃ হুসাইন মুহম্মদ ইমদাদুল হক সংগীয় অফিসার ফোর্সসহ ইং ১৭/০৪/২০২১ খ্রিঃ তারিখ ১৫:০০ ঘটিকার সময় কুষ্টিয়া-খোকসা থানাধীন রতনপুর গ্রামস্থ জনৈক মোঃ কারশেদ আলীর বাড়ীর সামনে পাকা রাস্তা এলাকায় পৌছালে পুলিশের উপস্থিতি টের পাইয়া তিনজন জন ব্যক্তি দৌড়াইয়া পালানের চেষ্টাকালে পুলিশ তাদের ধৃত করেন এবং ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে পুলিশ ধৃত ব্যক্তি ১। সামছুল হক(৪৭), পিতা- ছাকত আলী, সাং-খানপুর, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়ার দেহ তল্লাশীকালে তার পরিহিত লুঙ্গির ডান কোমরে জিপারযুক্ত নীল রংয়ের পলিপ্যাকে রক্ষিত ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ২০০x০.১=২০ গ্রাম এবং তাহার পরিহিত শার্টের বাম পকেটে রক্ষিত ০১টি পুরাতন itel টার্চ মোবাইল ফোন যাহার মডেল L6005 যার মধ্যে ০২টি সিমকার্ড সংযুক্ত যাহা আসামী নিজ হাতে বাহির করে দেওয়া মতে জব্দ। ২নং আসামী মোঃ মিলন মোল্লার পরিহিত প্যান্টের বাম পকেটে রক্ষিত জিপার যুক্ত নীল রংয়ের পলিপ্যাকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট(এ্যামফিটামিন যুক্ত), যাহার ওজনঃ ২০০x০.১=২০ গ্রাম এবং তাহার পরিহিত প্যান্টের ডান পকেটে রক্ষিত ০২টি পুরাতন ব্যবহৃত মোবাইল ফোন যার একটি itel মোবাইল ফোন যাহার মডেল নং L6005, যার মধ্যে ০১টি সিমকার্ড সংযুক্ত অপরটি Nokia মোবাইল ফোন যাহার মডেল নং TA-1034, যার মধ্যে একটি সিমকার্ড এবং নগদ ২৫০০/-(দুই হাজার পাঁচশত) টাকা যাহা আসামী নিজ হাতে বাহির করে দেওয়া মতে জব্দ। ৩নং আসামী মোঃ সুমন মোল্লা এর পরিহিত প্যান্টের বাম পকেটে জিপারযুক্ত নীল রং এর পলিপ্যাকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট(এ্যামফিটামিন যুক্ত), যাহার ওজন ১০০x০.১=১০ গ্রাম এবং তাহার পরিহিত প্যান্টের ডান পকেটে রক্ষিত ০১টি পুরাতন ব্যবহৃত Samsung টার্চ মোবাইল ফোন যাহার মডেল নং SM-A260G, যার মধ্যে ০২টি সিমকার্ড সংযুক্ত যাহা আসামী নিজ হাতে বাহির করে দেওয়া মতে উদ্ধার করেন এবং বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করেন। এতদসংক্রান্তে সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন এবং পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশনায় কুষ্টিয়া খোকসা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত আছে।