ষ্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছির বিভিন্ন মাঠে ও বাগানে বাগানে চলছে জমজমাট জুয়ার আসর।গোপন সুত্রে জানা গেছে, কুড়ুলগাছির বিভিন্ন মাঠে ও বাগানে বাগানে গোপনে চলছে জমজমাট জুয়ার আসর।আর এ আসরে বিভিন্ন এলাকা থেকে আসা জুয়ারীরা ভীড় করছেন।প্রতিদিন লক্ষ লক্ষ টাকার বান্ডেল নিয়ে বসছেন জুয়া খেলায়।এতে করে এলাকার যুবসমাজ দিন দিন ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। আর এসব জুয়ার বোর্ডে সাংবাদিক প্রশাসন ম্যানেজের নামে প্রতিদিন মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র।কুড়ুলগাছিতে জুয়া খেলা বন্ধে গভীর তদন্ত পূর্বক এসব জুয়াড়ী ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে ব্যাবস্খা নিতে চুয়াডাঙ্গার সুযোগ্য পুলিশ সুপার জাহিদুল ইসলামের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল।