চুয়াডাঙ্গার জীবননগরে আম বাগান থেকে ভারতীয় ৬ টি ইয়ার রাইফেল ও ২৯টি রাইফেলের স্প্রিং উদ্ধার করেছে বিজিবি। সোমবার সকালে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার হয়। উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৭৯ হাজার টাকা।
চুয়াডাঙ্গার ৫৮ বিজিবির সহকারী পরিচালক মো.নজরুল ইসলাম জানান, সোমবার সকালে চোরাকারবারীরা অস্ত্র পাচার করার উদ্দেশ্যে মাধবখালী আমবাগানের ভিতর অবস্থান নেয়ার সংবাদ পান। পরে খালিশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর ধোপাখালী বিওপির টহল দল অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বস্তাভর্তি মালামাল ফেলে পালিয়ে যায়। বস্তা খুলে ৬টি ইয়ার রাইফেল ও ২৯টি রাইফেলের স্প্রিং উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃত ভারতীয় অস্ত্রের আনুমানিক মূল্য ১ লক্ষ ৭৯ হাজার টাকা। এসমস্ত অস্ত্র দিয়ে দেশের অভ্যন্তরে পাচারকারীরা নাশকতার পরিকল্পনা করছিল বলে জানান তিনি।