১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতির সময় ৫ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আলমডাঙ্গা থানাধীন রুয়াকুলি গ্রামের বদরগঞ্জ মাঠ এলাকায় চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা পাকা সড়কের পাশে লোকমানের কাঁঠাল বাগানের সামনে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন সাহেবনগর ক্যানালপাড়া, আলমডাঙ্গার পলান প্রামাণিকের ছেলে ছমির উদ্দিন (৪০), কুষ্টিয়া মিরপুরের ঝুটিয়াডাঙ্গা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মোঃ ছহির উদ্দিন ওরফে সৈরুদ্দিন (৪৫),মেহেরপুরের গাংনীর মৃত ফরমান আলীর ছেলে মোঃ মুজিবর রহমান (৩৩), কুষ্টিয়া মিরপুরের ঝুটিয়াডাঙ্গার মৃত আব্দাল হকের ছেলে মোঃ নাজমুল ইসলাম (৩৫),আমলা, মিরপুর, কুষ্টিয়ার মৃত ওমর আলীর ছেলে মোঃ আরিফ হোসেন (৩৮)।

অভিযানের সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি দা, একটি লোহার রড, একটি সাবল, একটি ছোরা, একটি গোছা নাইলনের দড়ি, একটি পুরনো ব্যাটারিচালিত পাখিভ্যান (চাবিসহ) এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভ্যানটির আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।

পুলিশ জানায়, অভিযানের সময় আরও একজন সনাক্ত আসামীসহ অজ্ঞাতনামা ৭-৮ জন ডাকাত সদস্য পালিয়ে যায়।

এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একই তারিখে মামলা নং-৩৪, ধারা ৩৯৯/৪০২ দণ্ডবিধি অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।

অভিযানের বিষয়ে ওসি মাসুদুর রহমান সরকার বলেন, “মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আলমডাঙ্গা থানা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এ সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশের তৎপরতা প্রশংসিত হয়েছে।

 

জনপ্রিয়

দামুড়হুদায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে ৬ লাখ টাকার মাছ মেরে ফেলল দুর্বৃত্তরা

আলমডাঙ্গায় পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতির সময় ৫ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

Update Time : ০৭:১৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আলমডাঙ্গা থানাধীন রুয়াকুলি গ্রামের বদরগঞ্জ মাঠ এলাকায় চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা পাকা সড়কের পাশে লোকমানের কাঁঠাল বাগানের সামনে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন সাহেবনগর ক্যানালপাড়া, আলমডাঙ্গার পলান প্রামাণিকের ছেলে ছমির উদ্দিন (৪০), কুষ্টিয়া মিরপুরের ঝুটিয়াডাঙ্গা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মোঃ ছহির উদ্দিন ওরফে সৈরুদ্দিন (৪৫),মেহেরপুরের গাংনীর মৃত ফরমান আলীর ছেলে মোঃ মুজিবর রহমান (৩৩), কুষ্টিয়া মিরপুরের ঝুটিয়াডাঙ্গার মৃত আব্দাল হকের ছেলে মোঃ নাজমুল ইসলাম (৩৫),আমলা, মিরপুর, কুষ্টিয়ার মৃত ওমর আলীর ছেলে মোঃ আরিফ হোসেন (৩৮)।

অভিযানের সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি দা, একটি লোহার রড, একটি সাবল, একটি ছোরা, একটি গোছা নাইলনের দড়ি, একটি পুরনো ব্যাটারিচালিত পাখিভ্যান (চাবিসহ) এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভ্যানটির আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।

পুলিশ জানায়, অভিযানের সময় আরও একজন সনাক্ত আসামীসহ অজ্ঞাতনামা ৭-৮ জন ডাকাত সদস্য পালিয়ে যায়।

এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একই তারিখে মামলা নং-৩৪, ধারা ৩৯৯/৪০২ দণ্ডবিধি অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।

অভিযানের বিষয়ে ওসি মাসুদুর রহমান সরকার বলেন, “মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আলমডাঙ্গা থানা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এ সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশের তৎপরতা প্রশংসিত হয়েছে।