এখন পর্যন্ত এ খবরটি সর্বমোট দেখা হয়েছে 128 

 

প্রায় ১৪০ কোটি টাকার আশা নিয়ে চুয়াডাঙ্গা জেলায় বাণিজ্যিকভাবে আম সংগ্রহ মৌসুম উদ্বোধন করা হয়েছে।রবিবার (১৪ মে) সকাল ৯টায় চুয়াডাঙ্গা শহরের আদর্শ সরকারী মহিলা কলেজ পাড়ায় মহলদার আম্রকাননে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান আঁটি, গুটি ও বোম্বাই জাতের আম গাছ থেকে আম সংগ্রহ মৌসুম উদ্বোধন করেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে মহলদার আম্রকানন প্রাঙ্গনে অনুষ্ঠিত আম সংগ্রহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা।

অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহীন শাহনেয়াজ রাব্বি, মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি কুদ্দুস মহলদার, সাধারণ সম্পাদক আবুল কালাম,সহসভাপতি কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আম সংগ্রহ মৌসুমের উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, আম প্রকৃতির নিয়মেই পাকে। অপরিপক্ক আম পেড়ে বাজারে বিক্রি করে চুয়াডাঙ্গার আমের সুনাম যেনো নষ্ট না হয় সে কারণে আম সংগ্রহের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকা অনুসরণ করে আম সংগ্রহ করে বাজারজাত করলে কোন প্রকার সমস্যা থাকবে না। ২২ মে (৮ জ্যৈষ্ঠ) থেকে হিমসাগর, ২৫ মে (১১ জ্যৈষ্ঠ) থেকে ল্যাংড়া, ৫ জুন (২২ জ্যৈষ্ঠ) থেকে আম্রপালি (বারি আম-৩), ২১ জুন (৭ আষাঢ়) থেকে ফজলি এবং ১ জুলাই (১৭ আষাঢ়) থেকে আশ্বিনা বারি-৪ জাতের আম সংগ্রহ অব্যাহত থাকবে। কোন অবস্থাতেই বাণিজ্যিক উদ্দেশ্যে অপরিপক্ক আম পাড়া যাবে না। কেউ যেনো কোনভাবে অপরিপক্ক আম গাছ থেকে পেড়ে বাজারজাত না করতে পরে এ ব্যাপারে সতর্ক দৃষ্টি থাকবে।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৭৪০ হেক্টর, আলমডাঙ্গা উপজেলায় ২৮০ হেক্টর, দামুড়হদা উপজেলায় ৭৯৫ হেক্টর ও জীবননগর উপজেলায় ৬৫০ হেক্টর আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে চুয়াডাঙ্গায় আমের আবাদ হয়েছে। জেলার জন্য আম সংগ্রহের যে সূচি দেয়া হয়েছে, তার বাইরে কেউ অপরিপক্ক ও অস্বাস্থ্যকর আম বাজারজাত করতে পারবেন না।

তিনি সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, আম বাজারজাতের ব্যাপারে কোন প্রকার অনিয়ম হলে সেটা আপনারা তুলে ধরলে ওই ব্যবসার্য়ী ও আমবাগান মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সহায়ক হবে। তিনি আরো জানান, এ বছর চুয়াডাঙ্গার আম জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বে।

কোন প্রাকৃতিক দুর্যোগে না পড়লে এ মৌসুমে প্রায় ৩৫ হাজার মেট্রিকটন আম উৎপাদনের সম্ভবনা রয়েছে। এখন ৭০ টাকা কেজি দরে আম বাগান থেকে খুচরা মূল্যে বিক্রি হচ্ছে। গড়ে ৪০ কেজি দরে বিক্রির হিসাব ধরলে প্রায় ১৪০ কোটি টাকায় আম বিক্রি হবে এ জেলার


মতামত জানান

Your email address will not be published.

RSS Bangla Tribune

  • র‌্যাবের হেফাজতে জেসমিনের মৃত্যু: নওগাঁয় মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি May 31, 2023
    র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের (৪০) মৃত্যুর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ঘটনাস্থল নওগাঁয় বিভিন্ন স্থান পরিদর্শন করেছে। তিন দিনের এই তদন্তের শেষ দিন বুধবার (৩১ মে) বেলা ১২টা পর্যন্ত তদন্ত দলের সদস্যরা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, রাজপাড়া থানা, নওগাঁ সদর জেনারেল হাসপাতাল, সদর থানাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো পুনরায় পরিদর্শন করেন। চলতি বছর... বিস্তারিত
  • খোঁচা দিলেন মেহজাবীন, নাকি সতর্কবার্তা! May 31, 2023
    ‘এক্সপোজ’ ইস্যুতে সোশ্যাল মিডিয়া সরগরম। ছোঁয়াচে অসুখের মতো এর আঁচ লেগেছে শোবিজেও। অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২৯ মে মধ্যরাতে ফাঁস হয়েছে বেশ কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও। যেগুলোতে তার সঙ্গে দেখা গেছে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষিকে। ভিডিওগুলোতে তাদেরকে ‘অস্বাভাবিক’ অবস্থায় দেখা গেছে। এ নিয়ে গত দুদিন ধরে […]
  • আমেরিকা থেকে তিশা: দেশে এসেই আইনি ব্যবস্থা নেবো May 31, 2023
    প্রসঙ্গ- অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ছবি ও ভিডিও ফাঁস। সেসব ছবি-ভিডিওতে দেখা গেছে সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষি। তবে বাড়তি করে এ ঘটনায় জড়িয়েছে আরেকজনের নাম, তিনি পরীমণি; রাজের স্ত্রী। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ে বিবৃতি দিয়েছেন সুনেরাহ বিনতে কামাল ও শরিফুল রাজ। এর মধ্যে সুনেরাহর অভিযোগের নিশানা পরীর […]
  • কুমার বিশ্বজিৎ ও চঞ্চল চৌধুরী: জন্ম, কর্ম আর বেদনায় অন্তমিল! May 31, 2023
    একজন গানের আকাশে ধ্রুবতারা, অন্যজন অভিনয়ে এ প্রজন্মের সম্রাট। আবার দুজনকেই গানের ফ্রেমে বন্দী করা যায়। কারণ অভিনেতার গলায়ও ছোটবেলা থেকে বাসা বেঁধে আছে সুর। আবার দুজনেই পৃথিবীর আলো দেখেছেন একই তারিখে- ১ জুন।  বলা হচ্ছে, সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ও অভিনেতা চঞ্চল চৌধুরীর কথা। আজ বৃহস্পতিবার (১ জুন) তাদের জন্মদিন। ১৯৬৩ সালের এই দিনে চট্টগ্রামের […]
  • বিএনপি নেতা খায়রুল কবিরের বাসভবনে আগুন, পদবঞ্চিত নেতার দায় স্বীকার May 31, 2023
    নরসিংদীতে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবন ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তবে ঘটনার সময় খায়রুল কবিরের বাসভবনে কেউ ছিল না।  বুধবার (৩১ মে) বিকাল সোয়া ৫টার দিকে সদর উপজেলার চিনিশপুরে ওই নেতার বাসভবনে আগুন দেওয়া হয়। এদিকে, […]
মাত্র পাওয়া: