এখন পর্যন্ত এ খবরটি সর্বমোট দেখা হয়েছে 161
“শিক্ষা শান্তি প্রগতি, “শিক্ষা শান্তির মূলনীতি, শিক্ষা জাতীর মেরুদণ্ড” এই স্লোগানকে সামনে রেখে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি গ্রামের সন্তান সফল ব্যবসায়ী এবং তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার তছিম উদ্দিন সদাবরি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও সভাপতি নির্বাচনে নির্বাচন করছেন। বিদ্যালয়ের দুই বছর মেয়াদি ম্যানিজং কমিটির সভাপতি পদপ্রার্থী হিসাবে দোয়া ও সমর্থন কামনা করছেন তিনি। ইঞ্জিনিয়ার তছিম উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ ফেসবুক প্রচারিত এক বার্তায় তিনি এ ঘোষনা দেন। এ ব্যাপারে ইঞ্জিনিয়ার তছিম উদ্দিন বলেন, আমি আমার পরিবারকে যেভাবে ভালবাসি তেমনি ভাবে সদাবরি মাধ্যমিক বিদ্যালয়কেও ভালবাসি। তাই আমি আসন্ন নির্বাচনে আমার প্রার্থীতা ঘোষনা করেছি। আমার প্যানেল বিজয়ী হলে আমি সভাপতি হিসেবে নির্বাচিত হবো বলে আমি আশাবাদী।এ ব্যপারে সংশ্লিষ্ট সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
মতামত জানান