এখন পর্যন্ত এ খবরটি সর্বমোট দেখা হয়েছে 173
চুয়াডাঙ্গা সদরের ভালাইপুর মোড়ে কাপড় কেনা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতের ঘটনায় দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সদরের আলুকদিয়া ইউনিয়নের ভালাইপুর হুচুকপাড়া রোডের প্লাস পয়েন্ট নামক একটি কাপড়ের দোকানে আচমকা এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রামের আলমসাধুর চালক স্বজল (২৭) ও একই গ্রামের বেসরকারি এনজিও কর্মী মামুনুর রশিদ (২৫)।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুর রহমান বলেন, দুজনকে ছুরিকাঘাত করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, সদরের ভালাইপুর এলাকায় কাপড় কেনা দিয়ে দ্বন্দ্ব হয়। একপর্যায়ে আলমডাঙ্গা উপজেলার একটি গ্রাম থেকে লোকজন এসে দুইজনকে ছুরিকাঘাত করে। পরে দুজনই সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে
মতামত জানান