এখন পর্যন্ত এ খবরটি সর্বমোট দেখা হয়েছে 111
চুয়াডাঙ্গায় চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। চলতি মৌসুমে এখানে একটানা প্রায় দুই সপ্তাহ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবারও (১৭ এপ্রিল) চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস। অতীতে কখনও একটানা এভাবে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এ জেলায় হয়নি। তীব্র দাবদাহে প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে না যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে।
সহসা স্বস্তি মিলছে না জানিয়ে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বলছে, আগামী বুধবার পর্যন্ত তাপমাত্রা প্রতিদিনই বাড়তে থাকবে। প্রচণ্ড থেকে প্রচণ্ডতর দাবদাহ দেখা দিতে পারে।
এদিকে, তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। নাভিশ্বাস দেখা গেছে মানুষের মধ্যে।
টানা কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গায় গরমে জনজীবন বিপযস্ত হয়ে পড়েছে। হিটস্ট্রোক, ডায়রিয়া, শিশুদের নিউমোনিয়াসহ গরমজনিত রোগবালাই বেড়ে গেছে।
এদিকে, তীব্র গরমে মাঠে কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠে ধান, ভুট্টাসহ নানা ফসলে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে
মতামত জানান