এখন পর্যন্ত এ খবরটি সর্বমোট দেখা হয়েছে 153 

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নসিমন গাড়ি ডাকাতি করতে গিয়ে দুই যুবক আটক হয়েছেন।
শনিবার ভোরে উপজেলার কালীগঞ্জ-গান্না বাজার সড়কের সিংদহ এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- মাগুরা জেলার সাইত্রিশ এলাকার টিটন হোসেনের ছেলে আশিক হোসেন এবং ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে তরিকুল ইসলাম।

স্থানীয়রা জানায়, শনিবার ভোরে এক ব্যক্তির চিৎকারে গ্রামের কয়েকজন যুবক সিংদহ এলাকার সড়কের উপর আসেন। এ সময় তারা নসিমন গাড়ি ডাকাতির সময় দুই ডাকাত সদস্যকে ধরে ফেলেন। তবে অপর দুইজন পালিয়ে যান। এরপর তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ডাকাত সদস্যকে আটক করে নিয়ে যায়। এ সময় একটি ধারালো দা উদ্ধার করেছে পুলিশ।

নসিমনচালক মহসীন আলী জানান, ভোরে কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন। পথে সিংদহ এলাকায় মাঠের মধ্যে পৌঁছালে তিন থেকে চারটি লাইট তার চোখে মারা হয়। এ সময় তিনি চিৎকার দেন। পরে একজন তার গলায় গামছা পেঁচিয়ে গাড়ি থেকে নামিয়ে পাশের বাগানে নিয়ে যান। অন্য তিনজন গাড়ি চালু করার চেষ্টা করে ব্যর্থ হন। এর মধ্যে তার চোখ, মুখ বেঁধে ফেলেন ডাকাত দলের সদস্যরা। হঠাৎ আশেপাশের লোকজন চিৎকার করে ছুটে এলে দুইজন পালিয়ে যান। অপর দুইজনকে ধরে ফেলেন স্থানীয়রা।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে


মতামত জানান

Your email address will not be published.

RSS Bangla Tribune

  • রাতে চিঠি দিয়ে সকালে নিয়োগ পরীক্ষা, ‘বাণিজ্যের’ অভিযোগ September 20, 2023
    নীলফামারী সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক একজন, নিরাপত্তা কর্মী একজন ও পরিচ্ছন্নতা কর্মী তিন পদে নিয়োগে অর্ধ কোটি টাকার বাণিজ্যের অভিযোগ উঠেছে। উপজেলার সোনারায় ইউনিয়নের বেড়াকুটি কৈপাড়া শাপলা বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অশ্বিনী কুমার বিশ্বাস ও প্রধান শিক্ষক মোকছেদুল শাহের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন কয়েকজন পরীক্ষার্থী।  তারা বলছেন, নিয়োগ পরীক্ষার জন্য রাতে […]
  • এনটিআরসিএ-র চতুর্থ গণবিজ্ঞপ্তি: ২৭ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ September 20, 2023
    বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চতুর্থ গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ৩২ হাজার ৪৮০ জন প্রার্থীর মধ্যে ২৭ হাজার ৭৪ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে এনটিআরসি এ সুপারিশ করে।  এনটিআরসিএ-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে ৩ হাজার ৬০৭ জন পুলিশ ভেরিফিকেশনের জন্য ভিআর ফরম দাখিল না করায় […]
  • ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন লিটন September 20, 2023
    ২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান লিটন দাসের। তবে সাম্প্রতিক সময়ে তার ব্যাটে রান খরা। আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মোটামুটি রান পেলেও এশিয়া কাপে ব্যর্থ হয়েছেন। এশিয়া কাপের তিন ম্যাচে তার রান ১৬, ১৫ ও ০! বিশ্বকাপের আগে রানে ফেরার চেষ্টায় আছেন তিনি।  ২০১৯ সালের পর ৪৩ ম্যাচ খেলে ৩৯.৬৮ […]
  • মাহমুদউল্লাহ-সৌম্যর ভূমিকা নিয়ে যা বললেন লিটন September 20, 2023
    চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তার পর আর ডানহাতি এই অলরাউন্ডারকে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়নি। অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ফিরছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। এছাড়া লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকাকেও ফেরানো হয়েছে। দু’জনের ভূমিকা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন এই সিরিজে ভারপ্রাপ্ত […]
  • ‘ইন-ফ্লাইট সার্ভিস’ ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার পেলো এয়ার অ্যাস্ট্রা September 20, 2023
    ‘মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৩’- এ বেস্ট ইন-ফ্লাইট সার্ভিস ক্যাটাগরিতে সেরা হয়েছে বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা। বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মনিটর আয়োজিত গালা অ্যাওয়ার্ড নাইটে এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফের হাতে ‘বেস্ট ইন-ফ্লাইট সার্ভিস’ ক্যাটাগরির গোল্ড পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।... বিস্তারিত
মাত্র পাওয়া: