চুয়াডাঙ্গায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা (অতিরিক্ত দ্বায়িত্ব)কৃষিবিদ কৃষ্ণ রায়, আলমডাঙ্গার কৃষি অফিসার রেহেনা পারভীন, জীবননগরের কৃষি অফিসার মোঃ আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা সদরের কৃষি অফিসার আনিসুর রহমান, দামুড়হুদার কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোঃ নুরুল ইসলাম, চুয়াডাঙ্গা বিএডিসি সার গোডাউনের ডিএডি শংকর দাস, বিএফএর চুয়াডাঙ্গা সভাপতি আকবর আলী, কৃষি বিপণ কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য আসলাম অর্ক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবার, দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, বিএডিসি বীজ অফিসের কর্মকর্তা মোহাম্মদ ওয়ালীদ হাসান এবং চুয়াডাঙ্গা ছয় বিজিবির সুবেদার মোঃ সাইদুল ইসলাম।
সভায় বিএডিসি বীজ ডিলার হতে ২ জনকে নতুন সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এছাড়া জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম বিএডিসি ও বিসিআইসির সার ডিলারদের সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দরভাবে সার বণ্টনের আহ্বান জানান। তিনি বলেন, আগামীতে ডিলারদের বরাদ্দ ইউনিয়নের জমির পরিমাণ অনুযায়ী নির্ধারণ করা হবে, যাতে প্রতিটি ইউনিয়নে কৃষিজমির চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা যায়।
এ সময় জেলার সার ও বীজ বিতরণ কার্যক্রমকে আরও গতিশীল ও কৃষকবান্ধব করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড