আলমডাঙ্গায় আফিয়া নূর ফাউন্ডেশনের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার প্রসপেক্টাস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি সংলগ্ন ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আফিয়া নূর ফাউন্ডেশনের সদস্য সচিব ও আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফিয়া নূর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান ও এম এস জোহা ডিগ্রী কলেজের প্রভাষক ড.এ.কে.এম আব্দুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য ও আলমডাঙ্গা বনিক সমিতির সাধারন সম্পাদক খ আব্দুল্লাহ আল মামুন, —রূপালী ব্যাংক আলমডাঙ্গা শাখার ম্যানেজার আব্দুল খালেক,আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন,
এছাড়া আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ম সদস্য সচিব অক্সফোর্ড একাডেমীর প্রধান শিক্ষক ইলোরা নাজনীন, কার্যকরী পরিষদের সদস্য নওলামারী আলিম মাদ্রাসার প্রভাষক মাওঃ সাহিদ শাহিন, সাংবাদিক বশিরুল আলম, পারকুলা-মোনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা, মুন্সিগঞ্জ একাডেমীর সরকারি শিক্ষক লায়লা আরজুমান বানু, আল আরাফা প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম, মীর শামসুদ্দিন আহমেদ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার (বিভাগের প্রধান) ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন শুভ প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন ফেমাস কিন্ডারগার্টেনের পরিচালক মোশাররফ হোসেন।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড