মোঃ আব্দুল্লাহ হক: সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর এজেন্ট ব্যাংকিং ডিভিশন, হেড অফিসে বুধবার (১৩ আগস্ট) দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নতুন ৮ জন পুরুষ ও নারী উদ্যোক্তার সাথে এজেন্ট অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। নতুন এজেন্ট পার্টনাররা নওয়াবগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, নোয়াখালী, গাজীপুর, মাদারীপুর ও বরিশাল থেকে এসেছেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর এজেন্ট ব্যাংকিং ডিভিশনের সম্মানিত প্রধান জনাব সাজ্জাদুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিভিশনের নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম। এছাড়াও ব্যাংকের অন্যান্য কর্মকর্তা এবং নতুন এজেন্ট পার্টনারগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অতিথিরা বলেন, এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা আরও বিস্তৃত ও গতিশীল হবে। গ্রাহকের দোরগোড়ায় মানসম্মত, দ্রুত ও শতভাগ সঠিক অনলাইন সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও উল্লেখ করেন, “সাউথইস্ট ব্যাংকের মাধ্যমে সমৃদ্ধির আলো ছড়িয়ে যাবে দেশের প্রতিটি প্রান্তে। নারী উদ্যোক্তা তৈরির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে আমরা বদ্ধপরিকর।"সাউথইস্ট ব্যাংক পিএলসি আশা প্রকাশ করছে, এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণ ও শহুরে এলাকায় ব্যাংকিং সেবা আরও সহজলভ্য হবে এবং দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড