গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে উৎসাহিত করতে আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২৫০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রণোদনা হিসেবে প্রত্যেক কৃষককে ২০ কেজি ডিএপি সার, ২০ কেজি এমওপি সার এবং ১ কেজি পেঁয়াজের বীজ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভীন, বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত কৃষক এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা।
বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কৃষির অগ্রযাত্রায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। অনুষ্ঠানে সবার মাঝে সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে উপকরণ প্রদান সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড