চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ব্রীজপাড়া এলাকায় সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে পরিচালিত একটি সফল অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড তাজা গুলি। এ সময় সন্দেহভাজন একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযান ঘিরে এলাকায় ব্যাপক তৎপরতা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
৩১ জুলাই ভোররাতে (০৩:৩০ থেকে ০৫:০০ ঘটিকা পর্যন্ত) ৫৫ এফ আই ইউনিটের এফএস ল্যান্স কর্পোরাল মোঃ রতন মিয়ার সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে ৩৬ এডি ইউনিটের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বিএ-৯৯০৩ মেজর রাফিদুল প্রামানিক এবং বিএ-১১৩৮৫ ক্যাপ্টেন মঞ্জুর রহমান মাশফি।
অভিযানের লক্ষ্যবস্তু ছিল ব্রীজপাড়া গ্রামের মোঃ সাইদুল ইসলাম, যার পিতা মৃত কিয়াম উদ্দিন ওরফে গেনু। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য এবং সামরিক দক্ষতার সমন্বয়ে যৌথ বাহিনী সফলভাবে সাইদুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।
এসময় উদ্ধার হয় ১টি বিদেশি পিস্তল,২টি ম্যাগাজিন,১৫ রাউন্ড তাজা গুলি
অভিযান শেষে আটক আসামিকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আইনানুগ প্রক্রিয়ায় দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়।
দামুড়হুদা থানার ওসি মোঃ শহিদ তিতুমীর জানান আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে তাকে আদালতে তোলা হবে, তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
যৌথ বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্রের বিস্তার ঠেকাতে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, এই অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে আসে। অনেকে সেনা ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা ও সাহসী ভূমিকার প্রশংসা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় এমন উদ্যোগকে সাধুবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড