দেশের জনপ্রিয় ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং এর ফেনী জেলার হাজীর বাজার এজেন্ট আউটলেটে গ্রাহকদের জন্য আয়োজিত সচেতনতা ও মতবিনিময় সভা সফলভাবে সম্পন্ন হয়েছে, ২৬ এ জুলাই শনিবার আলোচনা শেষে সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর পক্ষ থেকে আরও চারটি এজেন্ট আউটলেট পরিদর্শন এবং একটি সম্ভাব্য নতুন আউটলেটের স্থান নির্বাচন করা হয়।প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয় এবং এজেন্ট ব্যাংক ডিভিশনের দায়িত্বশীলগন উপস্থিত হন।।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর এজেন্ট ব্যাংকিং ডিভিশনের সম্মানিত প্রধান সাজ্জাদুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনের নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম।এছাড়াও সাউথইস্ট ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট এজেন্ট স্টাফ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সার্থক করে তোলেন। সচেতনতা ও মতবিনিময় সভায় গ্রাহকদের ব্যাংকিং সেবা, সুরক্ষা এবং ডিজিটাল লেনদেন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একইসাথে ব্যাংকের সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে নতুন আউটলেট নির্ধারণের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড