‘জুলাই গণহত্যার বিচার চাই’—এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টায় শহরের শহীদ হাসান চত্বরে (বড়বাজার) এ কর্মসূচির আয়োজন করা হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিক্ষোভে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হন।
বিক্ষোভে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার জেলা সভাপতি সাগর আহমেদ, জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, জেলা অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, জেলা অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, পৌর সভাপতি রাব্বি হাসানসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, "জুলাই মাস আমাদের ইতিহাসে দ্রোহের মাস। এই মাসেই নিরীহ ছাত্রদের রক্তে রঞ্জিত হয়েছিল দেশের মাটি। আমরা সেই গণহত্যার বিচার চাই।" তারা আরও বলেন, ছাত্রসমাজকে আজ সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে। তারা ইসলামী মূল্যবোধ ও শিক্ষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বক্তব্য শেষে শত শত নেতাকর্মী একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
-
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড