চুয়াডাঙ্গা একাডেমি মোড় থেকে বাসটার্মিনাল সড়কে চরম ভোগান্তি: দুই বছরেও হয়নি সার্ভিস লেন
চুয়াডাঙ্গা শহরের অন্যতম ব্যস্ততম সড়ক একাডেমি মোড় থেকে বাসটার্মিনাল পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ রাস্তা এখন চরম বিপর্যয়ের মুখে। প্রতিদিন হাজারো পথচারী ও যানবাহন ব্যবহার করে এ রুট, কিন্তু রাস্তাটির বেহাল দশায় চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে।
রাস্তার কোথাও নেই কোনো দৃশ্যমান চিহ্ন। উঠে গেছে ইট-পাথর, সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সড়কের দু’পাশজুড়ে চলছে ওভারপাস (ফ্লাইওভার) নির্মাণকাজ, ফলে মূল রাস্তা সংকুচিত হয়ে গেছে। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, গত দুই বছরেও এই ব্যস্ত সড়কে নির্মাণ করা হয়নি কোনো বিকল্প সার্ভিস লেন। এতে করে পথচারী ও যানবাহন উভয়কেই সীমাহীন ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এলাকাবাসী একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে সার্ভিস লেন নির্মাণের দাবি জানালেও তাতে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
উল্লেখ্য, ২০২৩ সালের ১২ আগস্ট প্রায় ৮৬ কোটি টাকা ব্যয়ে ফ্লাইওভার নির্মাণকাজের উদ্বোধন করা হয়। একদফা সময় বাড়িয়ে ২০২৫ সালের ৩০ জুন কাজ শেষ হওয়ার নতুন সময়সীমা নির্ধারণ করা হলেও এখনও পর্যন্ত প্রকল্পের মাত্র ৫৫ ভাগ কাজ শেষ হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়া নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
স্থানীয়দের দাবি, দ্রুত সার্ভিস লেন নির্মাণ ও রাস্তার বর্তমান অবস্থার উন্নয়ন না হলে শহরের এই গুরুত্বপূর্ণ সড়কটিতে জনদুর্ভোগ আরও বাড়বে। তারা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড