বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গিরিশনগর বাজারে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছে মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন।
এই দিনে প্লাস্টিকের পরিবর্তে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক ও মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আহসান হাবিব শিপলু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা রকিব উদ্দীন। তিনি বলেন, “প্লাস্টিক আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটি ক্যান্সারসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ায়। তাই আমাদের উচিত সচেতন হওয়া এবং যেখানে সেখানে প্লাস্টিক বা পলিথিন না ফেলা।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুদহ ক্যাম্পের উপ-পরিদর্শক মাহমুদুল হাসান। তিনি বলেন, “প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ একটি অসাধারণ উদ্যোগ। পরিবেশ রক্ষায় এই উদ্যোগ অনুকরণীয়, এবং আমাদের প্রত্যেকের উচিত এমন বার্তা ছড়িয়ে দেওয়া।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শাহিন সরকার, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ মান্নান, প্রচার সম্পাদক সুলতান সরকার, আইন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান লাবু, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সতেজ এবং সদস্য অপু প্রমুখ।
এই আয়োজনের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মাঝে পরিবেশ সচেতনতা বাড়ানো এবং প্লাস্টিক বর্জনের গুরুত্ব তুলে ধরা হয়।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড