দেশজুড়ে অনলাইন জুয়া ও অবৈধ বেটিংয়ের বিরুদ্ধে সরকারের প্রণীত কঠোর আইনের আলোকে চুয়াডাঙ্গা জেলায় শুরু হয়েছে ব্যাপক অভিযান। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন জুয়া সমাজে এক ভয়াবহ অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এজন্যই সরকারের নির্দেশনা অনুযায়ী জেলায় এই অভিযান চালানো হচ্ছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস জানান,
"আমরা অনলাইন জুয়া বিরোধী অভিযান অব্যাহত রেখেছি। ইতোমধ্যে কয়েকটি সক্রিয় চক্র চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরও বলেন, অনলাইন জুয়া ও বেটিং-এর কারণে দেশের তরুণ সমাজ দ্রুত বিপথে যাচ্ছে। এজন্য প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই অভিযান পরিচালনা করছে। জেলার প্রতিটি থানা এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
জনসাধারণকে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ অনলাইন জুয়ার সাথে জড়িত থাকলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সচেতন মহলের মতে, সরকার ও প্রশাসনের এই উদ্যোগ সমাজে সুস্থ বিনোদন এবং যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড